shono
Advertisement

সিরাজ বিস্ফোরণের পিছনে কপিলের অবদান দেখছেন সানি, কিন্তু কেন?

কেপটাউনে ভারতীয় বোলারদের পারফরম্যান্সে খুশি সানি।
Posted: 06:53 PM Jan 03, 2024Updated: 06:57 PM Jan 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেপটাউনে কামাল মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। তাঁর আগুনে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার চুরমার হয়ে যায়। ৬ উইকেট নেন সিরাজ। তারপরেই ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বলেন, ”ধন্যবাদ জানানো উচিত কপিল দেবকে (Kapil Dev)। স্পিন বোলারই হতে হবে তোমাকে এই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল কপিলই। ভারতের পিচেও একজন বোলার উইকেট নিতে পারে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের উইকেটে খেলা হলে নতুন বলের বোলারের সাহায্য দরকার।” ভারতের পেসাররা এখন বিদেশের মাটিতে গিয়ে আপেল চাষ করে যাচ্ছেন। সেঞ্চুরিয়নে হতশ্রী হারের পরে কেপটাউন টেস্টে ভারতকে ঘুরে দাঁড়াতে হতই। প্রথম দিনে সিরাজ কিন্তু ভারতের কাজটা সহজ করে দিলেন।  

Advertisement

[আরও পড়ুন: ‘রোহিতকে কোনওদিন ক্ষমা করব না’, সিরাজ ৬ উইকেট নিতেই বিস্ফোরণ নেটিজেনদের]

 

পেস বিভাগে ভারতের এই ফুলে ফেঁপে ওঠা প্রসঙ্গে গাভাসকর জানান, গত ১০-১২ বছরে আইপিএলের সৌজন্যে অনেক ফাস্ট বোলার উঠে এসেছে। সানি বলছেন, ”ভারতের বেঞ্চে এখন একাধিক ফাস্ট বোলার রয়েছে। বিশ্বক্রিকেট সেই বোলারদের দেখে ঈর্ষান্বিত হতেই পারে। জশপ্রীত বুমরাহ যখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছিল না, তখন অন্য ভারতীয় বোলাররা পারফর্ম করছিল। বিশেষ করে মহম্মদ শামির কথা বলব। আমার মতে, আজ কপিলদেবকেই শ্রদ্ধা জানানো হল। বহু বছর পরে এবারই হয়তো প্রথম বার ৬ জানুয়ারি ওর জন্মদিনে ভারত ম্যাচ জিতবে।” উল্লেখ্য ৬ জানুয়ারি কপিলদেবের জন্মদিন। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের ফলাফল কি সেদিন জানা যাবে? যদি সেদিন রোহিত শর্মার ভারত সিরিজে সমতা ফিরিয়ে আনে তাহলে জন্মদিনে কিংবদন্তি কপিলকে সত্যিকারের উপহার দেওয়া হবে। 

[আরও পড়ুন: লাগাতার ব্যর্থতার জেরে ছাঁটাই ফেরান্দো, মোহনবাগানের নতুন কোচ হাবাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement