shono
Advertisement

Sunil Narine: লজ্জার নজির! রেড কার্ড দেখে প্রথম ক্রিকেটার হিসেবে ‘মার্চিং অর্ডার’-এর শিকার সুনীল নারিন

অন্যের ভুলে মাঠের বাইরে সুনিল নারিন।
Posted: 03:26 PM Aug 28, 2023Updated: 03:31 PM Aug 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজের যুদ্ধে অনেক নজির গড়েছেন। ব্যাটারদের কাছে তাঁর স্পিন ম্যাজিক রাতের ঘুম কেড়ে নিয়েছে। তবে এহেন সুনীল নারিন (Sunil Narine) এমন লজ্জার নজির গড়বেন সেটা কে জানত! স্লো ওভার রেটের দায়ে এবার লাল কার্ড দেখলেন তারকা স্পিনার। তবে নিজের ভুলে নয়। দলের সতীর্থদের ভুলে ত্রিনিবাগো নাইট রাইডার্সের (Trinbago Kinght Riders) স্পিনারকে ‘মার্চিং অর্ডার’ দেখতে হল। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premire League) এমন ঘটনা ঘটেছে।

Advertisement

সেন্ট কিট‌্স অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের (St Kitts and Nevis Patriots) বিরুদ্ধে মন্থর বল করে শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। সেইজন্য ইনিংসের ১৯ ওভার শুরু হওয়ার আগে নাইটদের অধিনায়ক কাইরন পোলার্ডকে আম্পায়ার নির্দেশ দেন এক জন ক্রিকেটারের নাম জানাতে যাঁকে তিনি লাল কার্ড দেখাবেন।

[আরও পড়ুন: সোনা জেতার পর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ আর্শাদকে কাছে ডেকে মন জিতলেন নীরজ, দেখুন ভাইরাল ভিডিও]

 

পোলার্ড তখন নারিনের নাম বলেন। এরপর নারিনকে লাল কার্ড দেখান আম্পায়ার। তাঁকে মাঠের বাইরে যেতে হয়। শেষ ওভারে ১০ জন ফিল্ডার নিয়ে খেলতে হয় নাইটদের। তার আগে অবশ্য ৪ ওভার বল করে ফেলেছিলেন নারিন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

সিপিএল-এর নতুন নিয়ম অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে যদি ১৮তম ওভার শুরু করা না যায়, তাহলে একজন ফিল্ডারকে সার্কেলের মধ্যে আনতে হবে। ১৯তম ওভারও যদি নির্ধারিত সময়ে শুরু না করা যায়, তবে আরও একজন ফিল্ডারকে সার্কেলের মধ্যে আনতে হবে। আর যদি ২০তম ওভারেও এই ধারা বজায় থাকে, তবে একজন ফিল্ডারকে সম্পূর্ণভাবেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হবে। এই গোটা বিষয়টাই নতুন। আর আগে কোনও ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু এমন নিয়ম দেখা যায়নি।

[আরও পড়ুন: বিশ্বজয়ী নীরজকে শুভেচ্ছা জানালেন আর এক মহাতারকা অভিনব বিন্দ্রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement