সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চাশে পা দিলেন ক্রিকেটের ঈশ্বর। সারা বিশ্ব শামিল হয়েছে শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) জন্মদিন পালন করতে। সেই তালিকায় নাম লেখাল বিখ্যাত সিডনি ক্রিকেট গ্রাউন্ড। শচীনের জন্মদিনেই তাঁর নামাঙ্কিত একটি গেট উদ্বোধন করল অস্ট্রেলিয়ার বিখ্যাত স্টেডিয়াম। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার (Brian Lara) নামও এই গেটের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার মাটিতে এই মাঠেই প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ছিলেন মাস্টার ব্লাস্টার।
সোমবার পঞ্চাশ বছরে পা দিলেন শচীন। ভারতীয় কিংবদন্তিকে সম্মান জানাতে বিশেষ দিনটিই বেছে নিয়েছিলেন সিডনির ক্রিকেট কর্তারা। এই স্টেডিয়ামের ইতিহাসে শচীন হলেন চতুর্থ ব্যক্তি, যাঁর নামে রয়েছে একটি গেট। অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন ও আর্থার মরিসের নামে সিডনি ক্রিকেট স্টেডিয়ামের (Sydney Cricket Ground) গেটগুলি নামাঙ্কিত ছিল। এবার সেই তালিকায় যোগ হল শচীন ও ব্রায়ান লারার নাম।
[আরও পড়ুন: ‘গ্রামবাংলার মতামত’ যাচাইয়ে গণভোট, অভিষেকের কর্মসূচির আগে কমিটি গড়ল তৃণমূল]
সোমবার শচীনের জন্মদিনে উদ্বোধন হল তাঁর নামাঙ্কিত গেট। এবার থেকে সফরকারী দলগুলি এই গেট দিয়েই মাঠে ঢুকবেন বলে জানিয়েছে সিডনির ক্রিকেট প্রশাসন। শচীন তেণ্ডুলকর-ব্রায়ান লারা গেট দিয়ে ঢুকেই মেম্বার্স প্যাভিলিয়নের পাশে ড্রেসিংরুমে পৌঁছবে অ্যাওয়ে ম্যাচ খেলতে আসা দলগুলি। অর্থাৎ আগামী দিনে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলও এই গেট দিয়েই প্রবেশ করবেন মাঠে।
জন্মদিনে এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় কিংবদন্তি। শচীন বলেন, “ভারতের বাইরে আমার সবচেয়ে প্রিয় মাঠ সিডনি। সেখানে সফরকারী দলগুলি আমার নামাঙ্কিত গেট পেরিয়ে মাঠে ঢুকবে, এমন বিষয়টি সত্যিই খুব সম্মানের।” শচীনের পাশাপাশি এদিন লারার নামেও উদ্বোধন হয়েছে গেটটি। ১৯৯৩ সালের ২৪ এপ্রিলই সিডনির এই মাঠে ২৭৭ রানের অমর ইনিংস খেলেছিলেন ক্যারিবিয় কিংবদন্তি। সেই দিনের স্মৃতিতেই সোমবার তাঁর নামের গেটটিও উদ্বোধন করা হয়।
[আরও পড়ুন: পুরনো দলের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস রাহানের, নেপথ্যে সেই মাহি ম্যাজিক]