shono
Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ও সেমিফাইনালের ড্র ঘোষিত, কে কার বিরুদ্ধে খেলবে?

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কবে?
Posted: 06:11 PM Mar 15, 2024Updated: 06:15 PM Mar 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র হয়ে গেল। আটটি দল কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। ড্রয়ের ফলে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের সামনে বায়ার্ন মিউনিখ। ২০০৬ সালে রানার্স হয়েছিল আর্সেনাল।
অন্য দিকে বায়ার্ন মিউনিখ ছবারের চ্যাম্পিয়ন। স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। অ্যাটলেটিকো মাদ্রিদ তিনবারের রানার্স আপ। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আবার ম্যাঞ্চেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান সিটি আবার গতবারের চ্যাম্পিয়ন। 

Advertisement

[আরও পড়ুন: নতুন মরশুমে নতুন পরিচয়, নাম বদলাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের!]

আরেক কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি পিএসজি। ২০২০ সালের রানার্স আপ প্যারিস সাঁ জাঁ। বার্সেলোনা আবার পাঁচবারের চ্যাম্পিয়ন। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব হবে ৯ ও ১০ এপ্রিল। দ্বিতীয় পর্ব হবে ১৬ ও ১৭ এপ্রিল। 

রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে সেমিফাইনালে নামবে বায়ার্ন-আর্সেনাল ম্যাচের বিজয়ী দল। অন্য সেমিফাইনালে পিএসজি-বার্সা ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ-বরিসিয়া ডর্টমুন্ড ম্যাচের জয়ী দল। ৩০ এপ্রিল ও ১ মে সেমিফাইনালের প্রথম পর্ব হবে। ৭-৮ মে হবে দ্বিতীয় সেমিফাইনাল। ১ জুন লন্ডনের ওয়েম্বলিতে হবে ফাইনাল।

 

[আরও পড়ুন: বিজেপিতে ‘ঘর ওয়াপসি’ অর্জুনের, গেরুয়া শিবিরে দিব্যেন্দু অধিকারী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement