shono
Advertisement

শচীনের নজির ছুঁয়ে ICC ক্রমতালিকায় উন্নতি বিরাটের, এগোলেন রোহিতও

ICC ক্রমতালিকায় বিরাট উন্নতি অস্ট্রেলীয় ক্রিকেটারদের।
Posted: 03:40 PM Jan 11, 2023Updated: 03:40 PM Jan 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ৪৫ তম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। তারপরের দিনই র‍্যাঙ্কিংয়ে (ICC Ranking) উঠে এলেন তিনি। পরপর দু’টি ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটারদের তালিকায় ৬ নম্বরে উঠে এলেন কিং কোহলি (Virat Kohli)। ওপেনিংয়ে দুরন্ত ইনিংস খেলে ক্রমতালিকায় উন্নতি করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। বুধবারে নয়া র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ওডিআই ক্রমতালিকায় উঠে এসেছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজও।

Advertisement

গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৭ বলে ১১৪ রানের অনুবদ্য ইনিংস খেলেন বিরাট। কেরিয়ারের ৭৩ তম শতরান হাঁকিয়ে শচীন তেণ্ডুলকরের ছুঁয়েছেন কিং কোহলি। তাঁর ইনিংসে ভর করেই ৩৭৩ রান তোলে ভারত। দুরন্ত ইনিংস হাঁকানোর পরের দিনই প্রকাশিত হয়েছে আইসিসির ক্রমতালিকা। দুই ধাপ উঠে এসে আপাতত ছয় নম্বরে আছেন কিং কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে রান পেয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে রয়েছেন হিটম্যান। ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।

[আরও পড়ুন: শ্রীলঙ্কার অধিনায়ককে ‘মানকড়িং’ করেও কেন আবেদন প্রত্যাহার? মুখ খুললেন রোহিত]

ভারতীয় বোলারদের মধ্যে সেরা র‍্যাঙ্কিং মহম্মদ সিরাজের। চার ধাপ উঠে ১৮ নম্বরে রয়েছেন তিনি। প্রথম দশে নেই কোনও ভারতীয় বোলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। সিরিজের শেষ ম্যাচে শতরান হাঁকানোর সুবাদে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষেই রয়েছেন স্কাই। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে আসার আগে দুরন্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজে ৩-১ ফলে অজিদের হারিয়ে দিলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারত। সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন অজি ব্যাটার মার্নাস লাবুশানে। বোলারদের ক্রমতালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ঘরের মাঠে সিরিজ হলেও, রোহিতদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে অজিরা। 

[আরও পড়ুন: ‘রোনাল্ডোর সঙ্গে অনুশীলন করে বুঝলাম মেসিই সেরা’, আল নাসের ছাড়ার আগে বিস্ফোরণ আবুবকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement