shono
Advertisement

উত্তরপাড়ায় মোহনবাগানের আবহে বিবাহ অনুষ্ঠানের আয়োজন

সুশান্ত ও মুনমুনের বিয়ের থিম মোহনবাগান।
Posted: 08:17 PM Mar 14, 2024Updated: 09:20 PM Mar 14, 2024

সুমন করাতি, হুগলী: কলকাতা ময়দানের দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এবং এই দুই ক্লাবের সমর্থকদের ক্লাবের খেলা নিয়ে উন্মাদনার কথাও বাংলার ঘরে ঘরে সমান চর্চিত, কেউ মোহনবাগানের ফ্ল্যাগের রঙে বাড়ি রাঙান তো কেউ ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে মোটরসাইকেলে বেড়িয়ে পড়েন লং ড্রাইভে।

Advertisement

এসবের পরেও প্রিয় দল ডার্বিতে জিতলে ইলিশ বা চিংড়ি কিনে বাড়ি ফেরার কথা এই বাংলার সংস্কৃতির সঙ্গে যেনো ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছে, কিন্তু বিয়ের অনুষ্ঠানে মোহনবাগানের থিম! হ্যাঁ এমনটাই হল হুগলির মাখলায় সুশান্ত ও মুনমুনের বিয়েতে। বৌভাতের দিন বর কনে বসার মঞ্চটিকে মোহনবাগানের ফ্ল্যাগ, প্রতীক এবং মেরুন সবুজ আলোতে সাজানো হয়েছিল। পাত্র পাত্রীর পোশাকেও ছিল সবুজ মেরুন রঙের ছড়া ছড়ি, সানাই এর বদলে বাজছিল মোহনবাগানের থিম সং।

[আরও পড়ুন: বল না দেখেই লম্বা ছক্কা! নেটে ‘মাহি মার রাহা হ্যায়’, রইল ভাইরাল ভিডিও]

আমন্ত্রিতরা আসার পর কাটা হল কেক, সে কেকও যে সে কেক নয় যেনো একটুকরো মোহনবাগান মাঠ কেই তুলে ধরা হয়েছে সেখানে! আর সুশান্তের বন্ধু-বান্ধব ও আত্মীয়রা ঘন ঘন “জয় মোহনবাগান” “জয় মোহন বাগান” ধ্বনি দিয়ে বেশ জমিয়ে দিয়েছিল পুরো সন্ধে।

[আরও পড়ুন: বিপুল টাকা দিতে রাজি পিসিবি, তবুও কোচ হওয়া নিয়ে কেন দোটানায় প্রাক্তন অজি ক্রিকেট তারকা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement