সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেই ধাক্কা খেল ভারত। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে ম্যাচ হারল তারা। অধিনায়ক কে এল রাহুলের দুরন্ত হাফসেঞ্চুরি করলেও বাকি ব্যাটাররা মুখ থুবড়ে পড়েন। এই ম্যাচেও ব্যাট করেননি বিরাট কোহলি। তবে ভারতের হয়ে ফিল্ডিং করেছেন তিনি। আগের প্রস্তুতি ম্যাচে দুরন্ত ব্যাট করা সূর্যকুমার যাদবকেও এদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। এদিন রোহিত শর্মা মাঠে থাকলেও অধিনায়কত্ব করেছিলেন কে এল রাহুল (KL Rahul)। প্রথম একাদশে না থাকলেও ফিল্ডিং করতে দেখা যায় বিরাট কোহলিকে। ভারতীয় বোলারদের দাপটে প্রথম দিকে সেভাবে রান তুলতে পারেননি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। প্রথম চার ওভারে চারজন আলাদা বোলারকে ব্যবহার করেন অধিনায়ক কে এল রাহুল। তবে ম্যাচ এগোতে থাকার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রানের গতি বেড়ে যায়।
[আরও পড়ুন: সৌরভকে সরিয়ে বোর্ডের মসনদে বিনি, শাস্ত্রী বললেন, ‘প্রেসিডেন্ট হওয়ার সমস্ত যোগ্যতা রয়েছে ওর’]
মাত্র ২৩ রানের মাথায় প্রথম উইকেট পায় ভারত। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ফিলিপকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অর্শদীপ সিং। তবে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও খুব একটা চাপের মুখে পড়েনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। বরং প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ধীরে ধীরে বড় রান তোলার চেষ্টা করতে শুরু করে তারা। শেষের দিকে এসে এক ওভারে তিন উইকেট তুলে নিয়ে ভারতকে (India Cricket Team) লড়াই করার জায়গায় ফিরিয়ে আনেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে এদিন সবচেয়ে সফল হয়েছেন তিনিই।
১৬৯ রান তাড়া করতে মাঠে নামেন ভারতীয় ওপেনিং জুটি ঋষভ পন্থ ও কে এল রাহুল। তবে প্রথম থেকেই নড়বড়ে দেখিয়েছিল ভারতীয় ব্যাটিংকে। উইকেটের এক প্রান্তে রাহুল থাকলেও অন্যদিকে পরপর উইকেট পড়তে থাকে। মাত্র ৯ রান করে আউট হয়ে যান ঋষভ। তারপরে হার্দিক পাণ্ডিয়া, দীপক হুডা, দীনেশ কার্তিক-সকলেই মাঠে নামলেও কিছুই করে উঠতে পারেননি।
খুব ধীর গতিতে শুরু করলেও আস্তে আস্তে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন রাহুল। ইনিংসের শুরুর দিকে তাঁর স্ট্রাইক রেট একশোরও কম ছিল। কিন্তু ম্যাচের শেষে তাঁর পরিসংখ্যান, ৫৫ বলে ৭৪ রান। ভাল খেললেও রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অ্যান্ড্রু টাই। এদিনের ম্যাচে ভারতের প্রাপ্তি বলতে শুধুই রাহুল ও অশ্বিনের পারফরম্যান্স। পরপর দু’টি প্রস্তুতি ম্যাচে (Warm Up[ Match) ঋষভের খারাপ ফর্ম নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়াবে। বোলিংয়েও বুমরাহর অভিজ্ঞতার অভাব বেশ টের পাওয়া যাচ্ছে।