shono
Advertisement

World Cup 2023: বিশ্বকাপে রশিদ খানদের পরামর্শদাতা প্রাক্তন ভারতীয়, দিচ্ছেন রোহিতদের হারানোর মন্ত্র

কে এই প্রাক্তন ভারতীয়?
Posted: 08:06 PM Oct 02, 2023Updated: 10:00 PM Oct 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ঠিক আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকে (Ajay Jadeja) মেন্টর হিসেবে নিয়োগ করল আফগানিস্তান (Afghanistan)।

Advertisement

৩ অক্টোবর আফগানিস্তানের ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। জাদেজা আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন গুয়াহাটিতে। জাদেজাকে নিয়োগ করার পিছনে অবশ্য কারণ রয়েছে। ভারতের মাটিতে খেলবে আফগানিস্তান। জাদেজা প্রয়োজনীয় টিপস দিতে পারবেন রশিদ খানদের। ভারতকে বেগ দেওয়ার মন্ত্রও দেবেন তিনি। 

[আরও পড়ুন: Asian Games: এশিয়াডে ভারতকে রুপো এনে দিলেন পারুল, লং জাম্পে চমক দিলেন সোজান]

এর আগে ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে (World Cup) অংশ নিয়েছিল আফগানিস্তান দল। ভারতের মাটিতে অনুষ্ঠিত আইপিএলে খেলেন একাধিক আফগান ক্রিকেটার। ফলে এখানকার উইকেট, আবহাওয়া সম্পর্কে ওয়াকিবহাল আফগানরা।

১৯৯২ সালের বিশ্বকাপে যুদ্ধকালীন তৎপরতায় অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল জাদেজাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অ্যালান বর্ডারের দুরন্ত ক্যাচ ধরেছিলেন জাদেজা। ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়াকার ইউনিসকে প্রচণ্ড মেরেছিলেন স্লগ ওভারে। সেই জাদেজা এবার রয়েছেন বিশ্বকাপে। রশিদ খানদের মেন্টর হিসেবে দেখা যাবে তাঁকে।

[আরও পড়ুন: এশিয়ান গেমস: হকিতে ভারতের দাপট অব্যাহত, বাংলাদেশকে এক ডজন গোল হরমনপ্রীতদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement