সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL 2024) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ্যে এসেছে। টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ১৭ মার্চ। গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচটি।
এবছরের মহিলাদের প্রিমিয়ার লিগে মোট ২২টি ম্যাচ হবে। ১৭ মার্চ ফাইনাল হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হবে। এলিমিনেটর হবে ১৫মার্চ।
[আরও পড়ুন: ‘কোর’ কমিটি ভেঙে দিল ফুটবল ফেডারেশন, বদল অন্য কমিটিতেও]
গতবারের টুর্নামেন্টে হোম এবং অ্যাওয়ে ম্যাচ ছিল না। এবারের ফরম্যাটও তাই। দুটো শহরে হবে মহিলাদের প্রিমিয়ার লিগের খেলা। দিল্লি ও বেঙ্গালুরু শহরে হবে সব ম্যাচগুলো।
লিগ পর্বের তিনটি সেরা দল প্লে অফের ছাড়পত্র পাবে। লিগ টেবিলের সবার উপরে যে দলটা থাকবে, সেই দলটা সরাসরি ফাইনাল খেলবে। দ্বিতীয় ও তৃতীয় হবে যে দলগুলো তাদের খেলতে হবে এলিমিনেটর।
গতবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স সাত উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।