shono
Advertisement

Breaking News

সর্দার নন, রিওতে হকি দলের নেতৃত্বে শ্রীজেশ

৫ আগস্ট রিওতে শুরু হচ্ছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ৷' মঙ্গলবার ওলিম্পিকের জন্য ভারতীয় দল ঘোষণা করল হকি ইন্ডিয়া৷ শ্রীজেশকে ক্যাপ্টেন ও স্ট্রাইকার এস ভি সুনীলকে ভাইস-ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ The post সর্দার নন, রিওতে হকি দলের নেতৃত্বে শ্রীজেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:34 PM Jul 12, 2016Updated: 04:04 PM Jul 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না হকি তারকা সর্দার সিংয়ের৷ প্রথমে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন তাঁর বাগদত্তা৷ এবার রিও ওলিম্পিকের হকি দলের অধিনায়কত্ব খোয়ালেন সর্দার৷ তাঁর পরিবর্তে রিওতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন গোলকিপার পি আর শ্রীজেশ৷

Advertisement

৫ আগস্ট রিওতে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ৷’ মঙ্গলবার ওলিম্পিকের জন্য ভারতীয় দল ঘোষণা করল হকি ইন্ডিয়া৷ শ্রীজেশকে ক্যাপ্টেন ও স্ট্রাইকার এস ভি সুনীলকে ভাইস-ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ এদিকে, ফর্মে না থাকার কারণে মহিলা হকি দলের নেতৃত্ব দিতে পারবেন না রীতু রানি৷ তাঁর বদলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সুশীলা চারুকে৷ ওলিম্পিকের মঞ্চে আটবার সোনা জিতেছে মেন ইন ব্লু৷ কিন্তু ১৯৮০ মস্কো ওলিম্পিকের পর থেকে আর সোনার মুখ দেখা হয়নি ভারতীয় হকি তারকাদের৷ রিওতে সেই খরা কাটাতে মরিয়া রঘুনাথ, মনপ্রীতরা৷ শ্রীজেশের উপর ভরসা রাখছেন কোচ ওল্টম্যান্সও৷ কারণ গত মাসেই লন্ডনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীজেশের নেতৃত্বেই রুপো জিতেছিল দল৷ নেতা হিসেবে অভিজ্ঞ সর্দারকে টেক্কা দিতে প্রস্তুত শ্রীজেশও৷

উল্লেখ্য, ব্রিটেনের মহিলা হকি দলের খেলোয়াড় সর্দারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছেন৷ মহিলা খেলোয়াড়ের দাবি, সর্দার তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন৷ এমনকী তিনি গর্ভবতীও হয়ে যান৷ তারপরই সর্দার জানিয়ে দেন, তিনি বিয়ে করতে ইচ্ছুক নন৷ মহিলাকে গর্ভপাতও করতে বলেন৷ বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যক্তিগত জীবন তাঁর নেতৃত্বে প্রভাব ফেলতে পারে৷ সেই কারণেই হয়তো এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে৷

The post সর্দার নন, রিওতে হকি দলের নেতৃত্বে শ্রীজেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement