সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একা একাই উত্তরখন্ডের হৃষীকেশে ঘুরছেন শ্রীলেখা৷ দুম করেই প্ল্যান৷ তার পর বাক্স-প্যাঁটরা গুছিয়ে পাহাড়ে ছুট৷ এমনিতেই পাহাড় প্রেমী শ্রীলেখা৷ কিন্তু সেই পাহাড়ে পৌঁছানোর সময় যে এমন অভিজ্ঞতা হবে তাঁর, তা স্বপ্নেও ভাবেননি৷ রীতিমতো প্রাণ নিয়ে টানাটানি৷ সেই কথাই ভিডিও সহযোগে সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রীলেখা৷
কী ঘটেছিল তাঁর সঙ্গে?
সোশাল মিডিয়ায় শ্রীলেখা জানান, ”শেষমেশ পৌঁছলাম৷ রীতিমতো প্রাণ হাতে করেই৷ কয়েক দিন ভেবেছিলাম পাহাড়ে থাকব। কিন্তু এ রকম অভিজ্ঞতা হবে জানলে অন্য কোনও জায়গার কথা ভাবতাম৷”
শ্রীলেখার কথায়, ”অনেকটাই রাত। আমি একা। উপরে উঠতে গিয়ে কোথাও রাস্তা প্রায় নেই বললেই চলে। হোটেলকর্মীরাও আমাকে আগে থেকে কিছু জানাননি। আচমকা দেখলাম মাঝে এক জায়গায় রাস্তা নেই। গাড়ি আর যাবে না। গাড়ি যাতে গড়িয়ে না যায় সেই জন্য আমি নিজে গাড়ির চাকায় পাথর দিই। মারাত্মক একটা অভিজ্ঞতা হল আমার ।”
অনেক কষ্টেই হোটেলে পৌঁছেছেন শ্রীলেখা৷তবে সকাল হতেই চারপাশ দেখে অভিনেত্রীর মন বদল৷ সোশাল মিডিয়ায় স্পষ্ট জানালেন, শহুরে ব্যস্ততা থেকে দূরে এখানেই ভালো আছেন তিনি৷ আরও কয়েকদিন থাকবেনও এই পাহাড়ে৷