shono
Advertisement

Breaking News

‘বয়ফ্রেন্ড নেই’বলে ট্রোলড, ক্ষিপ্ত শ্রীলেখা দিলেন পালটা জবাব

দুবাই থেকেই ফেসবুকে পোস্ট দেন অভিনেত্রী।
Posted: 10:44 AM Dec 18, 2021Updated: 10:44 AM Dec 18, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু…’, দুবাই যাওয়ার পথে সোশ্যাল মিডিয়ায় মজার ছলে একথা লিখেছিলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তাতেই ট্রোল হতে হল অভিনেত্রীকে। স্বভাবসিদ্ধভাবেই দিলেন পালটা জবাব। 

Advertisement

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে সুদূর দুবাইয়ে আয়োজিত হচ্ছে অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত বাংলাদেশের ক্রিকেটার সাকিল-আল-হাসান-সহ বহু তারকা। রয়েছেন জনপ্রিয় অভিনেতা ফিরদৌস, মমতাজ বেগম, পূর্ণিমা। এর পাশাপাশি বিজয় দিবসের অনুষ্ঠানে ডাক পেয়েছেন বাংলার দুই তারকা।  শ্রীলেখা মিত্র ও  শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুবাই যাওয়ার পথে ফেসবুকে শ্রীলেখা লেখেন, “ধুস একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু, ভীষণ মিস করব তোমায় বেবি… এখন মেয়ে ছাড়া কাউকে টাটা করার নেই।”

[আরও পড়ুন: ‘বড্ড নোংরা’, ছাত্রীর অভিযোগ পেয়ে নিজে গিয়ে স্কুলের শৌচাগার সাফ করলেন মন্ত্রী]

অভিনেত্রীর এই পোস্টকে কেন্দ্র করেই নানা মহলে শুরু হয়ে যায় আলোচনা-পর্যালোচনা-সমালোচনা।  এর জেরেই ফেসবুকে শ্রীলেখা লেখেন, “শ্রীলেখা মিত্র এটা লেখার সঙ্গে সঙ্গেই বুঝেছেন কেলো করেছেন। না উনি কোনও দুঃখ-হতাশা থেকে, মানে বয়ফ্রেন্ড না থাকার দুঃখ-হতাশা থেকে এই পোস্ট করেননি।  ফ্লাইটে উঠেই আগে মা-বাবাকে ফোন করতাম, মেয়ে নেহাত ছোট সে তার পড়াশোনার জগৎ নিয়ে আছে, ICSE দিচ্ছে। তাই ওকে বিরক্ত করি না। বাবা চলে যাওয়ার পর অনুভব করলাম… সত্যিই তো আমার কেউ নেই যাকে ঠিকঠাক পৌঁছানোর খবর দেব। তাই হালকা চালে বয়ফ্রেন্ডের বিষয় বলি। প্রচুর ফ্যান-ফলোয়ারদের ভিড়ে হ্যাঁ বিশেষ কেউ এখন আর নেই, কখনও হয়তো মিস করি, অধিকাংশ সময় করি না। প্রেমটা এখন আর ঠিক আসে না, তাই আমার রোমান্টিসিজম প্রকৃতি নিয়ে, নিজেকে নিয়ে, নিজের চিন্তা-ভাবনা নিয়ে।”

পরে সমালোচকদের একহাত নিয়ে শ্রীলেখা আবার লেখেন, “কূপমণ্ডূক মানুষ বৃত্তের বাইরে ভাবতে পারে না, তার ফল যা হওয়ার তাই হয়। শ্রীলেখাকে বোঝা আপনাদের সিলেবাসের মধ্যে পড়ে না বুঝি! শ্রীলেখা নিজেকে ভালবাসে আর তাতেই মগ্ন থাকে। ” আপাতত দুবাইয়ে চুটিয়ে এনজয় করছেন অভিনেত্রী। গল্প করার আহ্বান জানিয়ে এই ছবিগুলি পোস্ট করেছেন তিনি। 

[আরও পড়ুন: রাজ্যে রেকর্ড মদ বিক্রি! চলতি আর্থিক বছরে বিপুল আয় সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement