shono
Advertisement

জোড়া টিকা নেওয়ার পরও করোনা! ‘সবই যেন ষড়যন্ত্র’, মন্তব্য ক্ষুব্ধ শ্রীলেখার

কোভিড পজিটিভ হয়ে ঘরবন্দি অভিনেত্রী।
Posted: 01:55 PM Jan 10, 2022Updated: 03:04 PM Jan 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া টিকা (Corona Vaccine) নিয়েছিলেন। তারপরও করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। একঘেয়ে ঘরবন্দি জীবনে বিরক্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তিনি। 

Advertisement

সোমবার ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে শ্রীলেখা লেখেন, “কীসের জোড়া টিকা, কীসের কী? সবই যেন একটা বিরাট ষড়যন্ত্রের অঙ্গ।”

গত ৭ জানুয়ারি ফেসবুকে কোভিড (COVID-19) পজিটিভ হওয়ার কথা জানান শ্রীলেখা। তারপর থেকে অনুরাগীরা অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন। করোনা আক্রান্ত হয়েও নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট অব্যাহত রেখেছেন অভিনেত্রী। নিজের স্বাস্থ্যের বিষয়ে যেমন আপডেট দিয়ে চলেছেন, তেমনই নানা ভিডিও পোস্ট করে চলেছেন।

[আরও পড়ুন: Coronavirus: ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়, পজিটিভ রিপোর্ট আসার মাত্র ৪ দিনের মধ্যেই করোনামুক্ত দেব]

সোমবারের এই পোস্টেও অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন। অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন অনেকে। অবশ্য এর আগের পোস্টেই শহরবাসীর মনোবল বাড়িয়ে অভিনেত্রী লেখেন, “কলকাতা জাস্ট ব্রিদ…”

এদিকে নতুন সপ্তাহের প্রথম দিনেও দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন, মৃত্যু হয়েছে ১৪৬ জনের। রবিবারের তুলনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ১২.৬ শতাংশ। পজিটিভিটি রেট ১৩.২৯ %।  অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯।

নতুন বছরের শুরুতেই টলিউডের বহু তারকা করোনা আক্রান্ত। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, অরিজিৎ সিং, ঋদ্ধি সেনের মতো তারকা রয়েছেন এই তালিকায়। প্রত্যেকেই আইসোলেশনে রয়েছেন। দেব-রুক্মিণীর করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছিল। তবে মাত্র চার দিনেই করোনামুক্ত হয়েছেন দেব (Dev)। তবুও আগামী কয়েকটাদিন নিয়ম মেনে আইসোলেশনে কাটাবেন বলেই জানান অভিনেতা-সাংসদ।

[আরও পড়ুন: ‘নরকেও যেন ঠাঁই না হয়’! করোনা আক্রান্ত স্বরার মৃত্যুকামনায় টুইট, পালটা জবাব অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement