shono
Advertisement

টিকালো নাক, কাঁচাপাকা চুলে ইন্দিরা গান্ধী সাজলেন শ্রীলেখা, ব্যাপারটা কী?

লুক শেয়ার করে অভিনেত্রী শ্রীলেখা যেন চমকে দিলেন সবাইকে।
Posted: 12:22 PM Jul 10, 2021Updated: 01:22 PM Jul 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল: চমক দেওয়াটাকে একেবারেই যেন জলভাত করে ফেলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। কখনও দারুণ ফটোশুটে চমক দিচ্ছেন তো কখনও ট্রোলের বিরুদ্ধে নেটিজেনদের একহাত নিচ্ছেন তিনি। তবে এবার এসব নয়, বরং নতুন এক ছবির লুক শেয়ার করে অভিনেত্রী শ্রীলেখা যেন চমকে দিলেন সবাইকে। 

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন এক ছবির টিজার শেয়ার করেছেন শ্রীলেখা। ছবির নাম ‘ন্যায়- জাজমেন্ট ডে’। পরিচালক সুশান্ত রায়। যেখানে শ্রীলেখাকে দেখা গিয়েছে কাঁচা-পাকা চুল, টিকালো নাক, চোখে চশমা । লুক দেখে লোকে  বলছেন, শ্রীলেখার এই সাজ নাকি একেবারেই ইন্দিরা গান্ধীর মতো! আবার অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়! সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে শ্রীলেখাকে ফোনে ধরা হলে, অভিনেত্রী জানান, ‘এটা একেবারেই একটা প্রতীকী রূপ। কিছুটা ইন্দিরা গান্ধীর স্টাইল থেকে নেওয়া হয়েছে। তবে ইন্দিরা গান্ধী তো আর টালির চালে থাকতেন না, তাই অনেকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মনে হতে পারে। ধরা যাক এটা দু’জনকে নিয়েই করা। আসলে এই চরিত্র কোনও নির্দিষ্ট ঘটনা বা চরিত্রের কথা বলছে না। এদের নিরিখে ছবির গল্পটা তৈরি হয়েছে। এবার মানুষ দেখে ঠিক করবে যে ইন্দিরা গান্ধী নাকি অন্য কেউ!’

[আরও পড়ুন: পুজোয় টলিপাড়ায় জোর টক্কর দেব-জিতের, আসছে দুই সুপারস্টারের সিনেমা]

অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজেকে কখনই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত রাখতে চান না। তবে বামপন্থী আদর্শকেই অনুসরণ করতে পছন্দ করেন তিনি। তাই তো গত বিধানসভা নির্বাচনের আগে সংযুক্ত মোর্চার হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে। শ্রীলেখার কথায়, ‘আমি কোনও বিশেষ দল বা পার্টির জন্য ছবি করি না। ইন্ডাস্ট্রিতে এমন অভিনেত্রীও রয়েছেন, যিনি একটি রাজনৈতিক ছবি করেছিলেন যা তৈরি হয়েছিল একেবারেই বামেদের টাকায়। সেই অভিনেত্রীই পড়ে বিজেপি ঝান্ডা হাতে নিয়েছে। আমাকে কেউ তৃণমূল ও বিজেপির ঝান্ডা ধরিয়ে সিনেমা করাতে পারবেন না। বিজেপি বা তৃণমূলের প্রচারমূলক ছবির অফার আসলে আমি সেটা করব না। যদি তাঁদেরকে অন্যভাবে দেখাতে হয়, তাহলে আমি করতে পারি। সরাসরি নয়। যদি সেটাই চাইতাম, তাহলে তো আমি নির্বাচনের সময়ই বামেদের হয়ে টিকিট নিতাম! আমি রাজনীতিতে ঢুকতে চাই না। আমি সমর্থনের জায়গা থেকে আছি।’

 

ছবি নিয়ে বলতে গিয়ে শ্রীলেখা জানান, ‘এই ছবি একেবারেই ইন্দিরা গান্ধীর গল্প বলবে না। সাম্প্রতিক কিছু ঘটনার কথা অবশ্যই ছবিতে থাকবে। আসলে পরিচালক সুশান্তের সঙ্গে আমার রাজনৈতিক আদর্শগত মিল থাকাতেই এই ছবির জন্য হ্যাঁ করি। তার উপর কিছুটা ইন্দিরা গান্ধীর সঙ্গে লুকের মিল। আমাকে সেটা মানিয়েও যায়।’

‘ন্যায়’ ছবিতে শ্রীলেখার লুক একেবারেই নজর কেড়েছে অনুরাগীদের। চোখে পড়েছে প্রস্থেটিক ব্যবহার করে শ্রীলেখার টিকালো নাকও! নাক নিয়ে বলতে গিয়ে হেসে ফেলে শ্রীলেখা জানান, ‘আমি তো বরাবরই নাক উঁচু।’

হিন্দি ভাষায় তৈরি হওয়া এই ছবিতে শ্রীলেখা ছাড়াও রয়েছেন, অখিলেন্দ্র মিশ্র, রবিন দাস, রাজীব গৌর সিং, পায়েল রায়, শাহিদুর রহমানের মতো অভিনেতারা। কলকাতা ও পুরুলিয়াতে হয়েছে ছবির শুটিং। পরিচালক সুশান্ত রায়ের এটিই প্রথম ছবি। পরিচালক সুশান্তের কথায়, ‘এই ছবি কোনও নির্দিষ্ট ঘটনাকে তুলে ধরা হবে না। রাজনীতির প্রেক্ষাপটে এই ছবি এক মানবিক গল্প বলবে।’ 

[আরও পড়ুন: একসঙ্গে ছবি দিয়ে ফের ট্রোলড নুসরত, শ্রাবন্তী, তনুশ্রী, ‘রতনে রতন চেনে’ মন্তব্য নেটিজেনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement