shono
Advertisement

‘সমাজের লক্ষ্মীদের কি আমরা সত্যিই লক্ষ্মী মনে করি’, কেন এমন লিখলেন শ্রীলেখা?

সমাজের লক্ষ্মীদের নিয়ে এক আন্দোলনের কথা বললেন অভিনেত্রী।
Posted: 03:46 PM Oct 20, 2021Updated: 04:23 PM Oct 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার লক্ষ্মীপুজো দু’দিন। পূর্ণিমার সময় দেখে কেউ মঙ্গলবার ধনদেবীর আরাধনা করছেন, কেউ কেউ আবার বুধবার। টলিউডের তারকারাও নিজের বাড়িতে সকাল থেকেই লক্ষ্মীপুজো নিয়ে ব্যস্ত। ঠিক এরকম সময়েই সমাজের লক্ষ্মীদের নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তাঁর নতুন ছবি ‘নির্ভয়া’র পোস্টার শেয়ার করে শ্রীলেখা (Sreelekha Mitra) ইনস্টাগ্রামে লিখলেন, ‘আমাদের সমাজের লক্ষ্মীদের কি আমরা সত্যিই লক্ষ্মী মনে করি? নির্যাতনকারীদের নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে নির্যাতিতাদের কথা আমরা ভুলেই যাই। সেটা কি আদৌ ঠিক ???আমরা কি সত্যিই নির্যাতিতার পাশে দাঁড়াতে চাই????নাকি…….নির্ভয়া ….সমাজের লক্ষ্মী….’

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনে শ্রীলেখা জানান, ”পরিচালক অংশুমান প্রত্যুষের এই নির্ভয়া ছবি শুধুমাত্র একটা সিনেমা নয়। এটা একটা আন্দোলনের জন্ম দেবে।’ নির্ভয়া শব্দটি শুনলেই ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির গণধর্ষণের ঘটনা মনে পড়ে যায়। সেই সময় সারা দেশে ‘নির্ভয়া’ নামেই পরিচিত হয়েছিলেন নিগৃহীতা তরুণী। অংশুমানের এই ছবির কাহিনিও ধর্ষণেরই প্রেক্ষাপটে। তবে শুধু ধর্ষণ নয়, সেই মামলার সঙ্গে জড়িত মানুষদের মানসিক পরিস্থিতিও তুলে ধরা হবে এই ছবিতে। ‘নির্ভয়া’র চিত্রনাট্য ও সংলাপ অংশুমান প্রত্যুষই লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী।

সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক অংশুমান প্রত্যুষ জানালেন, ‘সত্য়ি কথা বলতে কী,  কেবল সিনেমা হিসেবে আমি এই ছবিকে দেখছি না, সিনেমাটি একটা মুভমেন্টের দিকে এগিয়ে যাবে বলেই আশা রাখি। কারণ, এই ছবি সমাজের এমন এক ইস্যুর দিকে আঙুল তোলে, যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। দেশে একটা ধর্ষণের ঘটনা ঘটল, গোটা দেশে প্রতিবাদ শুরু হয়। ধিক্কার মিছিল বের হয়। দোষীদের শাস্তির দাবীতে সবাই এগিয়ে আসে। কিন্তু নির্যাতিতাদের পাশে দাঁড়ায় ক’জন? নির্যাতিতাদের জন্য কি কোনও আইন আছে? তাঁরা যে মানসিক অবক্ষয়ের মধ্য়ে দিয়ে যায়, তার খবর কেউ রাখে? আমাদের এই ছবি সেই প্রশ্নগুলোই তুলবে।’

[আরও পড়ুন: Exclusive: বায়োপিকে কীভাবে হয়ে উঠবেন রানু মণ্ডল? রানাঘাটে গিয়ে গায়িকার টিপস নিলেন অভিনেত্রী ঈশিকা]

পরিচালকের কথায়, ‘আমাদের এই ছবির উদ্দেশ্যই হল সমাজকে সচেতন করা। আমরা বক্স অফিসের সাফল্য নিয়ে খুব একটা ভাবছি না। বরং নির্ভয়া ছবি যদি নতুন কোনও আন্দোলনের জন্ম দিতে পারে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

বুধবার লক্ষ্মীপুজোর দিনই নির্ভয়া ছবির পোস্টার প্রকাশ্যে আনা হয়। অনলাইনে এই ছবির গোটা টিমকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রোমোশনের পাশাপাশি দেশের নির্ভয়াদের পাশে থাকার প্রচেষ্টাই এই ছবির আসল উদ্দেশ্য বলে জানিয়েছেন পরিচালক।

এই ছবি থেকেই সিনেমায় পা রাখছেন হিয়া দে। টেলিভিশনের পর্দায় কখনও ‘পটলকুমার গানওয়ালা’, কখনও ‘আলো ছায়া’, কখনও ‘ফেলনা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। এবার বড় পর্দায় দেখা যাবে তাঁকে।

[আরও পড়ুন: রোশনের বিরুদ্ধে খোরপোশের মামলা শ্রাবন্তীর! জানেন প্রতি মাসে কত টাকা চাইলেন অভিনেত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement