shono
Advertisement
Pahalgam Terror Attack

'এমন শাস্তি দিন সাতজন্ম মনে রাখবে কাপুরুষ-নপুংসকরা', পহেলগাঁও কাণ্ডে ফুঁসছেন কঙ্গনা-অনুপম

ওঁরা নিরীহদের উপর গুলি চালিয়ে দিল, নপুংসক! ক্ষোভ কঙ্গনার, অনুপমের আর্জি, 'এমন শাস্তি হোক যাতে সাতজন্ম মনে রাখে।'
Published By: Sandipta BhanjaPosted: 02:28 PM Apr 23, 2025Updated: 04:34 PM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কাশ্মীর ফাইলস' ছবিতে উপত্যকার হিন্দুদের উপর হওয়া শিউড়ে ওঠা অত্যাচারের প্রতিচ্ছ্ববি ফুটিয়ে তুলেছিলেন বাস্তবের কাশ্মীরি পণ্ডিত অনুপম খের (Anupam Kher)। আর মঙ্গলবার যখন পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসবাদী পুনরাবৃত্তি দেখতে পেলেন, তখনও কাশ্মীরি হিন্দুদের আর্তনাদের কথা মনে করালেন অনুপম খের। প্রবীণ অভিনেতা চাইছেন, এবার 'আর কোনওরকম আপোষ নয়, এমন শিক্ষা দেওয়া হোক, যাতে এই নপুংসকরা আগামী সাতজন্ম ধরে মনে রাখে।'

Advertisement

নরেন্দ্র মোদি, অমিত শাহর কাছে অনুপম খেরের আর্জি, 'এমন কড়া শাস্তি দিন, যাতে গোটা দুনিয়ার কাছে একটা উদাহরণ তৈরি হয়।' প্রবীণ অভিনেতার সংযোজন, "আজ পহেলগামে হিন্দুদের গণহত্যার (Pahalgam Terror Attack) যে ঘটনা ঘটল, যেখানে নির্বিচারে ২৭ জন হিন্দুকে হত্যা করা হল, সেটা দুঃখজনক তো বটেই, তবে ভিতরে এতটা রাগ জমে রয়েছে যে, ভাষায় প্রকাশ করার নয়। আমি সারাজীবন এই ধরনের ঘটনা দেখে এসেছি, বিশেষ করে কাশ্মীরি হিন্দুদের সাথে যা ঘটেছিল। 'দ্য কাশ্মীর ফাইলস' তো সেই নির্মম কাহিনির একটা ছোট ঝলক মাত্র! অনেকেই অবশ্য তখন সেটাকে প্রোপাগাণ্ডা সিনেমা বলে উড়িয়ে দিয়েছেন। তবে এবার এটা কী ঘটল? দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীরে ছুটি কাটাতে আসা পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে খুন করা হল। এমন বর্বর কাজ কাপুরুষ, নপুংসকদের দ্বারাই হয়। স্বামীর মৃতদেহ আগলে বসে থাকা মহিলাটিকে কিছুতেই ভুলতে পারছি না। ওই মেয়েটি যখন জঙ্গিদের বলল, আমাকেও মেরে ফেলো... তখন ওরা বদলে বলল, আগে দেশকে বার্তা দিয়ে আসুন। কতটা ঘৃণ্য, বর্বর এরা।"

অনুপম খেরের সংযোজন, "আমি হাত জোড় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং সমগ্র সরকারের কাছে অনুরোধ জানাই- এবার এই সন্ত্রাসীদের এমন উচিত শিক্ষা দেওয়া হোক, যাতে তারা পরবর্তী সাত জন্মেও এই ধরনের কাজ না করতে পারে। সন্ত্রাসবাদীদের প্রতি কোনও দয়ামায়া নয়। নিজের শব্দচয়নের ক্ষেত্রে সংযত হলে চাইলেও পারছি না।" পহেলগাঁও কাণ্ডে গর্জে উঠলেন কঙ্গনা রানাউতও (Kangana Ranaut)। সাংসদ-অভিনেত্রীর মন্তব্য, ওঁরা নিরীহ নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে দিল। যাঁদের কাছে নিজেদের রক্ষা করার জন্য কোনও অস্ত্রও ছিল না। ইতিহাসের প্রতিটি যুদ্ধ কেবল যুদ্ধক্ষেত্রেই হয়েছে, আর যখন থেকে এই নপুংসকদের হাতে অস্ত্র উঠেছে, এরা কেবল নিরীহ মানুষদেরই হত্যা করে চলেছে। এই কাপুরুষগুলোর সঙ্গে কীভাবে লড়াই করা যায়, যারা কেবল যুদ্ধক্ষেত্রের বাইরেই লড়াই করতে জানে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নরেন্দ্র মোদি, অমিত শাহর কাছে অনুপম খেরের আর্জি, 'এমন কড়া শাস্তি দিন, যাতে গোটা দুনিয়ার কাছে একটা উদাহরণ তৈরি হয়।'
  • পহেলগাঁও কাণ্ডে গর্জে উঠলেন কঙ্গনা রানাউতও।
Advertisement