সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বক্স অফিসে জোর লড়াই চার ছবির। লড়াইয়ে সামিল সৃজিতের ‘দশম অবতার’, দেবের ‘বাঘা যতীন’, নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ’ আর অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন মাসি’। তবে টলিপাড়ার বক্স অফিসে ছবির লড়াই থাকলেও, বলিউড ছবির বিরুদ্ধে কিন্তু একজোট সৃজিত,দেব, অরিন্দম, নন্দিতা ও শিবপ্রসাদরা। এই ব্যাপারে কিন্তু বাংলা ছবির পাশে এই পরিচালকরা। সব লড়াই ভুলে একসঙ্গে লড়ে যাওয়াকেই এগিয়ে রাখছেন তাঁরা। আর সেই ইঙ্গিতই মিলল সৃজিত মুখোপাধ্যায়ের কথায়।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সৃজিত যেন খোলা চ্যালেঞ্জ ছুড়লেন সলমনের ‘টাইগার ৩’ ছবিকে।
[আরও পড়ুন: ‘মহিলাদের মৃতদেহকে ধর্ষণ করছে হামাস জঙ্গিরা’, ইজরায়েলের জন্য কাঁদছেন কঙ্গনা! উলটো সুর স্বরার]
টলিউড অনলাইনকে সৃজিত বলেছেন, ”বাংলা ছবি লড়ে যেতে হবে। আমরা চারজন বাঘ একসঙ্গে আসছি… টাইগার ৪”।
প্রসঙ্গত, যশ রাজ ফিল্মস-এর শর্ত অনুযায়ী, প্রেক্ষাগৃহে ‘টাইগার ৩’ চললে, অন্য কোনও সিনেমা অন্তত ৩ সপ্তাহ চালানো যাবে না। আরেকটু পরিষ্কার করে বললে, আঞ্চলিক ভাষার কোনও সিনেমা থাকবে না সেই হলে। বাংলাতেও এই নির্দেশিকার কোনও হেরফের হয়নি। আর সেই প্রেক্ষিতেই ক্ষুব্ধ বাংলার সিনে নির্মাতাদের একাংশ। এর আগে ‘পাঠান’-এর জন্য ভুগতে হয়েছিল ‘কাবেরী অন্তর্ধান’, ‘দিলখুশ’, ‘ডক্টর বক্সী’র মতো বাংলা ছবিগুলিকে। এবার দিওয়ালি উপলক্ষে এখনও পর্যন্ত ঠিক রয়েছে এসভিএফ-এর ‘বাদামি হায়নার কবলে’ ছবিটি মুক্তি পাবে। এছাড়াও দুর্গাপুজোর আবহে যে ৪টি ছবি রিলিজ করছে, সেগুলো নিয়েও দর্শকদের যা উন্মাদনা, তা অন্তত তিন সপ্তাহ যে প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করবে বলেই আশা করছে সিনে বিশেষজ্ঞরা। এদিকে ১০ নভেম্বর ‘টাইগার ৩’র রিলিজ।
বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন নিয়ে আলোচনার অন্ত নেই। নেটদুনিয়ায় মাঝেমধ্যেই লম্বা হ্যাজ নামিয়ে প্রতিবাদী রব ওঠে- বাংলা সিনেমার পাশে দাঁড়ান। কিন্তু মুশকিলটা হচ্ছে, বাংলার প্রেক্ষাগৃহে যদি বাংলা সিনেমাই ব্রাত্য থাকে কিংবা উদ্ভট স্লট পায়, তাহলে দর্শকদের পাশে দাঁড়ানোর সুযোগটা কোথায়?