সুপর্ণা মজুমদার: বর্ষা আসতে এখনও দেরি। এর মধ্যেই ‘উমা’র অকালবোধন হচ্ছে প্রেক্ষাগৃহে। তারই প্রচারপর্ব সারতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এসেছিলেন ‘সংবাদ প্রতিদিন’-এর অফিসে। সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ও গায়ক সিধু। তিনজনে জমাটি আড্ডা দিলেন সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক লাইভে। এর মধ্যেই ফাঁস হয়ে গেল চাঞ্চল্যকর তথ্য। সিনেমা তৈরি করছেন। তা হিট হচ্ছে। আন্তর্জাতিক স্বীকৃতিও পাচ্ছেন। সবই তো হচ্ছে, কেবল একটিই প্রশ্নের উত্তর মিলছে না। বিয়েটা কবে করছেন টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর? লক্ষ টাকার এই প্রশ্নের উত্তর মিলল ‘সংবাদ প্রতিদিন’-এর ফেসবুক লাইভেই।
[OMG! মারা গেলেন শ্রীলেখা মিত্র! এ কেমন ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী?]
লাইভে তখন প্রায় শেষের পথে। পরিচালক-অভিনেতা-গায়কের আড্ডা জমে উঠেছে। এর মধ্যেই এক দর্শকের সৌজন্যে উঠে এল প্রশ্নটি। এক দর্শক জানতে চাইলেন, সৃজিত বিয়ে করছেন কবে? সঞ্চালকের সূত্রে প্রশ্ন শুনে হেসে ফেললেন পরিচালক। তাঁর মতে, রুদ্রনীলকে এ প্রসঙ্গে কথা বলে দেওয়া বিপজ্জনক। তাই সিধুদার উপরই উত্তর দেওয়ার ভার দিলেন সৃজিত। দায়িত্ববান দাদার মতো সিধুদা জানিয়ে দিলেন, তিনি যেদিন বিয়েটা করবেন, ঠিক তার পরদিনই ভ্রাতৃসুলভ সৃজিতও বিয়ে করবেন। কথায় সায় দিলেন পরিচালক।
[ছোট পর্দায় ফিরছে ‘কে হবে বাংলার কোটিপতি’, সঞ্চালনায় কে জানেন?]
কিন্তু কেন এতদিন বিয়েটা করে উঠতে পারেননি তিনমূর্তি? উত্তরটা দিলেন রূদ্রনীল। জানালেন, নীতবর জোটাতে পারেননি। তাই বিয়েটাও এখনও পর্যন্ত করে উঠতে পারেননি তাঁরা। এদিকে সৃজিত আবার নয়ের দশকের ঐতিহ্য ভাঙতে নারাজ। নয়ের দশকে বাংলা সিনেমার পর্দায় একটা নিয়ম ছিল। প্রথমে বড়দা চিরঞ্জিতের বিয়ে হবে। তারপর মেজদা তাপস পালের। সবশেষে ছোট ভাই প্রসেনজিতের পালা। এখানেও সবচেয়ে ছোট তিনিই। তাই সিধু, রুদ্রনীলের পরই তাঁর ছাদনাতলায় যাওয়ার পালা বলে জানিয়ে দিলেন পরিচালক। তবে আপাতত তাঁর যাবতীয় ফোকাস ‘উমা’। পয়লা জুন মুক্তি পাচ্ছে সৃজিতের এই ছবি। ছবিতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত ও তাঁরই কন্যা সারা সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, রুদ্রনীল ঘোষ, অনিবার্ণ ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। সুর দিয়েছেন অনুপম রায়।
[ইদে ‘সুলতান দ্য সেভিয়র’ হয়ে আসছেন জিৎ, প্রকাশ্যে ট্রেলার]
The post কবে বিয়ে করছেন? সিধু-রুদ্রনীলের উপস্থিতিতে ফাঁস করলেন সৃজিত appeared first on Sangbad Pratidin.