shono
Advertisement

জঙ্গি শনাক্তকরণে সুবিধার জন্য বোরখা নিষিদ্ধ শ্রীলঙ্কায়, সিদ্ধান্ত ঘিরে সমালোচনা

মুখ ঢাকা থাকলে নাগরিক শনাক্তকরণ কঠিন, এই যুক্তিতে নিষিদ্ধ বোরখা৷ The post জঙ্গি শনাক্তকরণে সুবিধার জন্য বোরখা নিষিদ্ধ শ্রীলঙ্কায়, সিদ্ধান্ত ঘিরে সমালোচনা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:02 PM Apr 29, 2019Updated: 07:02 PM Apr 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও বোরখা নয়৷ পথেঘাটে বেরোলে আর বোরখা ব্যবহার করতে পারবেন না সিংহলি মহিলারা৷ গত সপ্তাহের ভয়ঙ্কর জঙ্গি হামলার পর সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হল৷ জরুরি অবস্থা চলাকালীন বিশেষ ক্ষমতা প্রয়োগ করে একথা ঘোষণা করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা৷ প্রেসিডেন্ট বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘জাতীয় সুরক্ষার স্বার্থে বোরখার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷ মুখ ঢেকে প্রশাসনের পক্ষে নাগরিকদের শনাক্ত করার কাজ কঠিন করে দেবেন না৷’

Advertisement

[ আরও পড়ুন : গুগলের ক্যাম্পাসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্রেন, মৃত ৪]

শ্রীলঙ্কায় দ্বিতীয় সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম৷ গোটা জনসংখ্যার প্রায় ১০ শতাংশ৷ খ্রিস্টানদের সংখ্যা তুলনায় কম, ৭ শতাংশ৷ গত সপ্তাহে ইস্টার সানডে কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণ, প্রাণহানির নেপথ্যে ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস-এর মদত থাকার তথ্য উঠে আসার পর সন্দেহ গিয়ে পড়েছে সেখানকার মুসলিম সম্প্রদায়ের উপর৷ সাধারণত মুসলিম মহিলারা পথেঘাটে বেরোন বোরখায় মুখ ঢেকে৷ কিন্তু শ্রীলঙ্কা প্রশাসন মনে করছে তাতে মুখ দেখে কাউকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে৷ যা এই সন্ত্রাস পরবর্তী দেশে তদন্তের জন্য কিছুটা কঠিন হয়ে পড়ছে৷

[ আরও পড়ুন : প্রথমবার হিন্দু বাবা ও মুসলিম মায়ের সন্তানকে জন্মের শংসাপত্র দিল আরব আমিরশাহী]

ইস্টার সানডেতে কলম্বোর তিনটি গির্জা এবং হোটেলে ধারাবাহিক বিস্ফোরণের জেরে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে৷ তদন্তে উঠে এসেছে আইএস প্রভাবিত স্থানীয় জঙ্গিগোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাতের নাম৷ ৯ জন আত্মঘাতী জঙ্গির প্রত্যেকেই এই গোষ্ঠীর সদস্য৷ বিস্ফোরণে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে রয়েছে এক তামিল শিক্ষক এবং স্কুলের প্রিন্সিপাল৷ তদন্ত প্রক্রিয়া এগোতে এঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তদন্তকারীদের সন্দেহ, বোরখার ব্যবহারকে কাজে লাগিয়ে কোনও পুরুষও মহিলা সেজে এধরনের নাশকতামূলক কাজে যুক্ত থাকতে পারে৷ সেক্ষেত্রে শনাক্ত করার কাজ কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তাঁরা৷ তা থেকেই এই সিদ্ধান্ত৷ কিন্তু শ্রীলঙ্কা প্রশাসনের এই সিদ্ধান্তে প্রশ্নও উঠছে৷ জঙ্গি শনাক্ত করার জন্য কোনও সম্প্রদায়ের ব্যবহারিক রীতিকে এভাবে আঘাত করা কতটা যুক্তিপূর্ণ? প্রশ্ন আরও, বোরখা নিষিদ্ধ করেই কি জঙ্গিদমন সম্ভব?  এর আগে ফ্রান্স, বেলজিয়াম-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে মহিলাদের বোরখা পরা নিষিদ্ধ করা হয়েছিল৷ কিন্তু সেই সিদ্ধান্তের পিছনে এরকম কোনও কারণ ছিল না৷

The post জঙ্গি শনাক্তকরণে সুবিধার জন্য বোরখা নিষিদ্ধ শ্রীলঙ্কায়, সিদ্ধান্ত ঘিরে সমালোচনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement