shono
Advertisement

চাঁদ দেখার অপেক্ষা, খুশির ইদে মাততে প্রস্তুত কাশ্মীর উপত্যকা

ইদের বিশেষ খাবারের সন্ধানে মিষ্টির দোকান, বেকারিগুলিতে ভিড়৷ The post চাঁদ দেখার অপেক্ষা, খুশির ইদে মাততে প্রস্তুত কাশ্মীর উপত্যকা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:33 PM Jun 04, 2019Updated: 03:33 PM Jun 04, 2019

মাসুদ আহমেদ, শ্রীনগর: দিন পেরিয়ে রাত আরও গভীর হলে আকাশে চন্দ্রোদয়৷ দেখা যাবে পবিত্র ইদের চাঁদ৷ আর বিশ্ববাসী মেতে উঠবেন খুশির ইদ-উল-ফিতরে৷ ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব পালনের প্রস্তুতি এখন তুঙ্গে৷ দেশবিদেশের বিভিন্ন প্রান্তে প্রাক-ইদেই একেবারে জমজমাট বাজার৷ উপত্যকার রাজধানী শহর শ্রীনগরের ভিড়ই সেই ছবিই তুলে ধরল৷

Advertisement

[আরও পড়ুন: লোকসভা নির্বাচনে ২৭ হাজার কোটি টাকা খরচ বিজেপির, জানাল সমীক্ষা]

ঠাণ্ডার আমেজ কমেছে৷ উষ্ণ আবহাওয়া৷ ভোটপর্ব মিটে যাওয়ায় উপত্যকায় রাজনৈতিক উত্তাপও স্তিমিত৷ এই মরশুমেই আসছে খুশির ইদ৷ ফলে উৎসবের রেশ চেটেপুটে নিতে প্রস্তুত জম্মু-কাশ্মীরবাসী৷ মঙ্গলবার সকাল থেকে শ্রীনগরের পথঘাটে যেন সেই উৎসবেরই আনন্দছটা৷ গোটা একমাসের কঠোর রোজাপালনের পর এদিন রাস্তায় নামলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন৷ শ্রীনগরের লাল চক, রেসিডেন্সি রোড, নওহাট্টা এলাকার বাজার একেবারে জমজমাট৷ বিভিন্ন এটিএমের সামনেও গ্রাহকদের লম্বা লাইন৷

একঝলকে দেখলে মনে হবে এখানকার ধর্মতলা কিংবা গড়িয়াহাট চত্বর৷ ভিড়ে ঠাসা রাস্তা৷ দু’ধারে অজস্র দোকান৷ জামাকাপড় থেকে শুরু করে লাচ্ছা, সিমুই, নানা পদের মিষ্টির দোকানে উপচে পড়া ভিড়৷ সুস্বাদু খাবারের খোঁজে বাজারমুখী মানুষজন৷ মিষ্টির দোকানে এত রকমের মিষ্টি তো সারাবছর মেলে না৷ তাই ভিড় ঠেলেও সেরা মিষ্টির হাঁড়িটি নিয়ে ঘরে ফেরা চাইই চাই৷ বড়দের সঙ্গে হাত ধরে বাজারে বেরিয়েছে খুদেরাও৷ তাদের দৃষ্টি অবশ্য খেলনা আর রংবেরঙের চকোলেট, কুকিজের দিকে৷

[আরও পড়ুন: বিনামূল্যে মেট্রো সফরে ভিড় বাড়ছে মহিলাদের, হিমশিম দিল্লির মেট্রো কর্তৃপক্ষ]

ইদের বাজারে শ্রীনগরের বেকারিগুলিও বাড়তি আয়ের মুখ দেখছে৷ দেদার চলছে বিকিকিনি৷ উৎসব উপলক্ষ্যে দাম কি একটু চড়েছে? ক্রেতারা হাসিমুখেই জানাচ্ছেন, দামে সামান্য হেরফের হলেও, এই সময় বাড়তি খরচ করে কোনও অসুবিধা হচ্ছে না৷ কারণ, খুশির উৎসব তো সুন্দরভাবে পালন করতেই হবে৷ আজকের দিনটাই যা সময়৷ তারপর থেকে যার যার বাড়িতে ইদের প্রস্তুতি৷ বন্ধ দরজা, জানলাগুলো হাট হয়ে যাবে৷ স্তব্ধতা ভেঙে দেবে চুড়ি আর ঘুঙুরের শব্দ৷ শেষ রাতে অন্ধকার মুছে দেবে ইদের পবিত্র চাঁদ৷ আর সকাল থেকে নতুন দিন আর উদযাপন৷ আনন্দে ঝলমল করবে কাশ্মীর উপত্যকা৷    

দেখুন ভিডিও: 

 

The post চাঁদ দেখার অপেক্ষা, খুশির ইদে মাততে প্রস্তুত কাশ্মীর উপত্যকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement