shono
Advertisement

আ্যাসিড আক্রান্তদের সঙ্গে নিয়ে দীপাবলি পালন শাহরুখের

অভিনয়, আড্ডা, রসিকতার মাধ্যমে আসর জমাতে বরাবরই শাহরুখের জুড়ি মেলা ভার৷ The post আ্যাসিড আক্রান্তদের সঙ্গে নিয়ে দীপাবলি পালন শাহরুখের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:06 PM Oct 29, 2016Updated: 01:36 PM Oct 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের বাদশা৷ তাঁর খ্যাতি জগৎজোড়া৷ কিন্তু এটাই বোধহয় তাঁর একমাত্র পরিচয় নয়৷ ভাল মানুষ হিসাবেও সকলের মনে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান৷ অভিনয়ের গন্ডি পেরিয়ে মানুষের মনের বাদশা হয়ে উঠেছেন তিনি৷ আর এই দীপাবলিতে আবারও ধরা পড়ল এসআরকে’র মানবিক মুখ৷ অন্যান্য বছরের মতো এই দীপাবলিও ধুমধাম করে উৎযাপন করলেন বাদশা৷ কিন্তু এই উৎযাপনেও রয়েছে বিশেষত্ব৷ এ বছর শাহরুখ আলোর উৎসবে মাতলেন অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলাদের সঙ্গে৷

Advertisement

অভিনয়, আড্ডা, রসিকতার মাধ্যমে আসর জমাতে বরাবরই শাহরুখের জুড়ি মেলা ভার৷ আর তাই অ্যাসিড হামলায় আক্রান্ত রেশমা, মমতা, স্বপ্নারাও অভিভূত বাদশার সঙ্গে সময় কাটিয়ে৷ শাহরুখও কম আনন্দ পাননি, বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটিয়ে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি আপলোড করেছেন তিনি৷ জানিয়েছেন, শীঘ্রই আবার দেখা করবেন বান্ধবীদের সঙ্গে৷

The post আ্যাসিড আক্রান্তদের সঙ্গে নিয়ে দীপাবলি পালন শাহরুখের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement