shono
Advertisement

‘আমিরের অভিনয় খুব খারাপ’, ‘লাল সিং চাড্ডা’ দেখে হতাশ রাজামৌলি

হঠাৎ এমন কেন বললেন রাজামৌলি।
Posted: 04:56 PM Aug 18, 2023Updated: 04:56 PM Aug 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সিং চাড্ডা’ ছবির বক্স অফিসে ভরাডুবির পর নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। প্রকাশ্য়েই জানিয়েছেন, তিনি কিছুদিন অভিনয় থেকে বিরতি নিতে চান। এমনকী, স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়নস’ থেকেও সরে দাঁড়ান আমির খান। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা এতটাই আঘাত এনেছে আমিরের মনে যে তিনি ছবি নিয়ে খুব একটা কথাই বলতে চান না।

Advertisement

আর এবার আমিরের সেই ‘লাল সিং চাড্ডা’ নিয়ে মুখ খুললেন দক্ষিণের সুপারহিট পরিচালক রাজা মৌলি। রাজা মৌলি নাকি এক সংবাদ সংস্থাকে জানান, ‘‘লাল সিং চাড্ডা ছবিতে আমিরের অভিনয় অতিনাটকীয় ছিল। একেবারেই অভিনয় করতে পারেনি আমির।’’ তবে খোদ রাজা মৌলি নয়, এ খবর ফাঁস করেছেন, আমিরের তুতো দাদা পরিচালক মনসুর খান।

[আরও পড়ুন: ‘বামেরা নয়, যাদবপুরের ছাত্রমৃত্যুতে দায়ী বামপন্থার মুখোশধারীরা’! দাবি কমলেশ্বরের]

বক্স অফিসে ডাঢা ফ্লপ আমির খানের ‘লাল সিং চাড্ডা’। সিনেমাহলে ছবিটি একেবারে চলেনি। তবে এই ছবি কিছুটা ব্যবসা করেছে ওটিটিতে। সে যাই হোক। কিন্তু এই ‘লাল সিং চাড্ডা’র কারণেই যে আমির খান অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেওয়া সিদ্ধান্ত নিলেন, তা জেনে একেবারে হতবাক আমির অনুরাগীরা।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। খবরে ছিল, ‘লাল সিং চাড্ডা’র পর পরিচালক আর এস প্রসন্নর নতুন ছবি ‘চ্য়াম্পিয়নে’ অভিনয় করার কথা ছিল আমিরের। এই ‘চ্যাম্পিয়ন’ স্প্যানিশ ছবি থেকে অনুপ্রাণিত। শীঘ্রই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু তাঁর আগেই বোমা ফাটালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

সম্প্রতি এক সংবাদামাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আমির জানালেন, ‘আপাতত, কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চাই। এই সময়টা কোনও কাজ নয়। বরং পরিবারের সঙ্গে সময় কাটাব। নিজের সঙ্গে সময় কাটাব। প্রয়োজনে ছবি প্রযোজনা করব, কিন্তু অভিনয় নয়।’

[আরও পড়ুন: শিবুর সঙ্গে মান-অভিমান চলে! তবে নন্দিতাদি মাতৃসম: কাঞ্চন মল্লিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement