shono
Advertisement

কৃষকদের মহাপঞ্চায়েতে আচমকাই দুর্ঘটনা! মঞ্চ ভেঙে ধরাশায়ী রাকেশ টিকাইত

মঞ্চ থেকে পড়ে যান অন্য কৃষক নেতারাও।
Posted: 05:58 PM Feb 03, 2021Updated: 05:58 PM Feb 03, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সভা চলাকালীনই মঞ্চ ভেঙে পড়ে গেলেন কৃষক নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait)। আগে থেকেই জানা ছিল হরিয়ানার (Haryana) কৃষক মহাপঞ্চায়েতে যোগ দেবেন তিনি। সেইমতো রাজ্যের জিন্দে বুধবার উপস্থিত ছিলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ। আচমকাই তিনি ও অন্য নেতারা মঞ্চ ভেঙে পড়ে যান। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

রাকেশের জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। স্বাভাবিক ভাবেই তাঁকে দেখতে কান্দেলা গ্রামের স্টেডিয়ামে উপচে পড়েছিল ভিড়। প্রবল ভিড়ের মধ্যেই মঞ্চে ওঠেন রাকেশ। তারপরই ঘটে যায় বিড়ম্বনা। আচমকাই ভেঙে পড়ে মঞ্চ। জনতার মধ্যেও শোরগোল পড়ে যায়। এদিনের সভায় বিতর্কিত কৃষি আইন (Farm law) নিয়ে ফের সরব হতে দেখা যায় রাকেশকে। তিনি বলেন, ”নতুন তিন আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আইন করতে হবে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে।”

[আরও পড়ুন: দুই সেনাকর্তার মধ্যে তুঙ্গে বিবাদ, তদন্তের নির্দেশ দিলেন সেনাপ্রধান নারাভানে]

সেই সঙ্গে সাধারণতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিলে হওয়া হিংসা নিয়েও বক্তব্য রাখেন তিনি। মিছিলটির গতিবিধি ও পুলিশের আচরণ সম্পর্কে বলার পাশাপাশি সেদিনের পর থেকে পুলিশ কীভাবে কৃষকদের সঙ্গে অসহযোগিতা করা শুরু করেছে সেব্যাপারেও মুখ খোলেন রাকেশ। জানান, ইন্টারনেট থেকে জল সরবরাহ সবই বন্ধ রাখা হয়েছে সেখানে। কাঁটাতারের জন্য শৌচালয়েও যেতে পারছেন না কৃষকরা। প্রসঙ্গত, সিঙ্ঘু-টিকরি-গাজিপুর সীমানাকে ‘কার্যত’ দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। রাস্তায় সিমেন্ট ঢেলে গেঁথে দেওয়া হয়েছে পেরেক। সঙ্গে উঁচু কংক্রিটের বাধা। রয়েছে বোল্ডার-ব্যারিকেডও।

দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলনের সময় থেকেই হরিয়ানার গ্রামগুলিতে মহাপঞ্চায়েতের আয়োজন করা হচ্ছে। সেখানে কৃষি আইন ও তার ফলে কৃষকদের কী কী সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা হয়। হরিয়ানার পাশাপাশি উত্তরপ্রদেশেও এই ধরনের মহাপঞ্চায়েতের আয়োজন করা হচ্ছে। ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ধরনের মহাপঞ্চায়েতগুলি।

[আরও পড়ুন: ওয়েলে নেমে বিক্ষোভ, রাজ্যসভা থেকে তিন আপ সাংসদকে বের করে দিলেন চেয়ারম্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement