সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় মঙ্গলবারই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শেষকৃত্য সম্পূর্ণ হবে। তবে কোভিডবিধি মেনে কাঁচের গাড়িতেই নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। এদিন সকাল থেকেই তাঁকে শেষশ্রদ্ধা জানাতে বাসভবনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিনই প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে জানান, তাঁদের জঙ্গিপুরের বাড়ির একতলায় প্রণব মুখোপাধ্যায়ের নামে সংগ্রহশালা তৈরি হবে। পাশাপাশি, বাবার নামে ডাকটিকিট চালুরও আরজি জানিয়েছেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
সোমবার সন্ধ্যায় লড়াই শেষ হয় আধুনিক রাজনীতির চাণক্যর। দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। এরপর থেকে দেশ-বিদেশ থেকে শোকবার্তা এসেছে। সাতদিনের রাষ্ট্রিয় শোকের ঘোষণা করেছে কেন্দ্রও। দিল্লির সেনা হাসপাতাল থেকে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ তাঁর দিল্লির বাসভবন ১০ রাজাজি মার্গে (10 Rajaji Marg) নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার সকাল থেকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিতি হয়েছেন সকলে।
[আরও পড়ুন : প্রণবের নামের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অসম্পূর্ণ, প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়ানে শোকের ছায়া হিমালয়েও]
এদিন সকালে প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর একে একে উপরাষ্ট্রপতি বেঙ্কইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তিন সেনাপ্রধান শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন। এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহান সিং, রাহুল গান্ধী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীায় মন্ত্রী হর্ষ বর্ধন। দিল্লির লোধি রোড শ্মশানে পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
[আরও পড়ুন : ‘ইন্দিরাকে কখনও ছেড়ে যাননি প্রণব’, প্রয়াত বন্ধুর স্মৃতিচারণায় শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়]
The post কোভিডবিধি মেনেই শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন রাষ্ট্রপতির, শেষ শ্রদ্ধা মোদির appeared first on Sangbad Pratidin.