shono
Advertisement

Breaking News

ডিগ্রি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ

গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হন সুবীরেশ।
Posted: 08:26 PM Apr 19, 2023Updated: 08:26 PM Apr 19, 2023

গোবিন্দ রায়: সুবীরেশ ভট্টাচার্য ডিগ্রি ব্যবহার করতে পারবেন না, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের উপর অর্ন্তর্বতী স্থগিতাদেশ জারি করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। 

Advertisement

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য ২০১৪-২০১৮ সাল পর্যন্ত ৪ বছর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচারপতি রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে নাম রয়েছে তাঁর। রিপোর্টে বলা হয়েছে, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেয়নি। এনিয়ে বিচারবিভাগীয় তদন্ত চলছিল। তাঁর উপর নজর ছিল সিবিআইয়ের। গত ২৪ আগস্ট সরাসরি সুবীরেশের ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোয়ার্টার এবং বিশ্ববিদ্যালয়ের দপ্তরে হানা দেয় সিবিআই আধিকারিকরা। পরে বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করে দেওয়া হয়। দফায় দফায় জেরা করা হয় সুবীরেশকে। এরপরই গত ১৯ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।

[আরও পড়ুন: প্রেমিকা টিনার সঙ্গে হানি সিংয়ের ব্রেকআপ, নেপথ্যে বলিউডের এই সুন্দরী নায়িকা!]

গত ফেব্রুয়ারি মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার শুনানিতে সাফ জানিয়ে দেন, যতদিন না পর্যন্ত মামলার নিষ্পত্তি হয় ততদিন সুবীরেশ তাঁর ‘ডক্টরেট’ ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। তাঁর পরিবারে হামলার ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কেন্দ্রীয় বাহিনী নজরদারি চালাবে বলেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে ডিভিশন বেঞ্চে আবেদন করেন সুবীরেশ। ওই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

[আরও পড়ুন: জীবনকৃষ্ণের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করল CBI! এবার নজরে বিধায়কের স্ত্রী ও শ্যালকের চাকরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement