shono
Advertisement

জঙ্গিদের হাতে ‘স্টিল কোর’বুলেট, চিন্তিত নিরাপত্তা বাহিনী

কতটা শক্তিশালী এই বুলেট? The post জঙ্গিদের হাতে ‘স্টিল কোর’ বুলেট, চিন্তিত নিরাপত্তা বাহিনী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:04 PM Jun 17, 2018Updated: 06:34 PM Jun 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করতে সক্ষম স্টিল কোর বুলেট এসেছে জঙ্গিদের হাতে। এই বুলেট ব্যবহার করছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এই তথ্যেই আপাতত উদ্বিগ্ন নিরাপত্তা বাহিনী।

Advertisement

গতবছর দক্ষিণ কাশ্মীরের লেথপোরায় সিআরপিএফ শিবিরে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ। ওই হামলায় পাঁচ জওয়ান মারা যান। এক জওয়ানের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। তা সত্ত্বেও বুলেটে জখম হয়ে প্রাণ হারান তিনি। তাঁর শরীর থেকে পাওয়া গুলি পরীক্ষা করে দেখা যায় ওই গুলির ভিতরের অংশ ইস্পাত দিয়ে তৈরি। সবচেয়ে বেশি চিন্তার কারণ ওই বুলেট, বুলেট প্রুফ জ্যাকেট ভেদেও সক্ষম। যার জেরেই বুলেট প্রুফ জ্যাকেট থাকা সত্ত্বেও শহিদ হন ওই জওয়ান।

[সহ্যের সীমা ছাড়িয়েছে! কাশ্মীরে ফের জঙ্গি নিকেষে নামছে সেনা]

কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, চিনা প্রযুক্তির সহায়তায় ওই বিশেষ বুলেটগুলি পাকিস্তান থেকে জঙ্গিদের হাতে এসেছে। জঙ্গিদমন অভিযানে জইশ-ই-মহম্মদের জঙ্গিদের ডেরা থেকে এধরনের গুলি উদ্ধার করেছে বাহিনী। এই ঘটনার পরই নড়েচড়ে বসে নিরাপত্তাবাহিনী। তাদের দাবি, পরিস্থিতি বিচার করে জম্মু ও কাশ্মীরে মোতায়েন জওয়ানদের নিরাপত্তার নিরিখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[দিল্লির সমস্যা মেটাতে দরবার মমতার, সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে]

The post জঙ্গিদের হাতে ‘স্টিল কোর’ বুলেট, চিন্তিত নিরাপত্তা বাহিনী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার