সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু থেকে দিল্লির দিকে রওনা দিয়েছিল স্পাইস জেটের বোয়িং ৭৩৭৷ কমপক্ষে ১৮৪ জন যাত্রী ছিলেন৷ এরই মধ্যে ছিল চার সদ্যোজাত৷ কিন্তু মাঝ পথেই জরুরি অবতরণ করতে বাধ্য হল যাত্রীবাহি বিমানটি৷ না, যান্ত্রিক ত্রুটি কিংবা কোনও যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটেনি৷ কোনও নাশকতার ঘটনাও ঘটেনি৷ বেসরকারি বিমানের এই আচমকা অবতরণের কারণ কি জানেন? দুর্গন্ধযুক্ত শৌচালয়৷
সারপ্রাইজ অফার: ১৩ মার্চ থেকে দেদার ফ্রি ডেটা দেবে এয়ারটেল
হ্যাঁ ঠিকই শুনছেন শৌচালয়ের শোচনীয় অবস্থার জন্যই জরুরি অবতরণ করতে হল আস্ত একটা বিমানকে৷ জানা গিয়েছে, দুর্গন্ধ সবচেয়ে বেশি আসছিল বিমানের সামনের দিক থেকে৷ যেখানে শৌচালয়টি ছিল৷ অবস্থা এতটাই খারাপ ছিল যাত্রীদের পক্ষে বিমানে বসে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল৷ সেই কারণেই হায়দরাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়৷ অনুমতি পাওয়া মাত্রই অবতরণ করে বিমানটি৷ কর্মীদের দিয়ে শৌচালয় পরিষ্কার করানো হয়৷ এক ঘণ্টা পর ফের গন্তব্যের দিকে রওনা দেয় বিমানটি৷
হ্যান্ড স্যানিটাইজারে মারাত্মক ক্ষতি হতে পারে বাচ্চাদের!
এক্সপ্রেস ট্রেনে যাতায়াতের সময় বহুবার শৌচালয় নিয়ে অভিযোগ তুলেছেন যাত্রীরা৷ কিন্তু বেসরকারি বিমানে যেখানে বেশি দাম দিয়ে টিকিট কিনে যাত্রীরা যাতায়াত করেন, সেখানে কেমন করে শৌচালয়ের অবস্থা এত শোচনীয় হয়৷ সেই প্রশ্নই উঠছে৷ কেন শৌচালয় থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল, সেই কারণও জানানো হয়নি৷
আরও খুশির খবর, Jio গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি ফ্রি ডেটা
The post শৌচালয়ে দুর্গন্ধ, জরুরি অবতরণ বিমানের appeared first on Sangbad Pratidin.