সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল দাবদাহের মাঝেই পাঁচ মিনিটের ঝড়। লন্ডভন্ড হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর (Mathurapur) ১ ও ২ নম্বর ব্লকের বহু বাড়ি। ঝড়ের দাপটে কার্যত সর্বস্বান্ত শতাধিক পরিবার। বহু মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন। শুক্রবার সকাল হতেই ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছেছেন বিধায়ক।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ ও ২ নম্বর ব্লকে শুরু হয় ঝোড়ো হাওয়া। প্রথমে ঝড়ে স্থানীয়রা স্বস্তি পেলেও কয়েকমুহূর্তেই বিপদ টের পান তাঁরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় নদী পার্শ্ববর্তী এলাকার একাধিক বাড়ি। কোনওবাড়ির চাল উড়ে গিয়েছে। কোনওবাড়ি ভেঙে পড়েছে। সব মিলিয়ে প্রবল সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। প্রাণ বাঁচাতে অনেকেই রাতে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন। ফিরে দেখেন তছনছ হয়ে গিয়েছে গোটা বাড়ি।
[আরও পড়ুন: রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হেয়ার স্ট্রিট থানায় নির্যাতিতা]
খবর পেয়ে শুক্রবার সাত সকালে ঘটনাস্থলে যান রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তিনি সাময়িকভাবে ত্রিপল ও কিছু ত্রাণ দিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছেন। তবে পরিস্থিতি যা তাতে এর পর কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারগুলো। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা।