shono
Advertisement

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, রাজধানীজুড়ে তীব্র আতঙ্ক

মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ কম্পন অনুভূত হয়।
Posted: 02:48 PM Jan 24, 2023Updated: 04:07 PM Jan 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও তার আশপাশের একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের পরিমাণ ৫.৮। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ কম্পন অনুভূত হয়।

Advertisement

সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, এদিন দুপুর ঠিক ২টো ২৮ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, লখনউয়ের বেশ কিছু এলাকায়। স্বাভাবিক ভাবেই তীব্র কম্পনে ছড়া আতঙ্ক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল-চিন সীমান্তের কাছে কালিকা এলাকার ১০ কিলোমিটার গভীরে। 

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি কর্তব্য পথের শ্রমিকরা, আমন্ত্রণ সেন্ট্রাল ভিস্তার কর্মীদেরও]

দিল্লি ও গ্রেটার নয়ডার বাসিন্দারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন। কম্পনের (Earthquake) সময়ের মুহূর্ত ধরা পড়েছে সেখানে। অন্তত ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়। যদিও এই কম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

উল্লেখ্য, গত রবিবারই উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, এর উৎসস্থল ছিল পিথোরাগড়। একেই সেই রাজ্যের যোশিমঠে ধস বিপর্যস্ত বাসিন্দারা। ঘরছাড়া বহু মানুষ। ভেঙে পড়েছে মন্দির, চওড়া ফাটল রাস্তায়। তারই মধ্যে ভূমিকম্পে ছড়িয়েছিল আতঙ্ক। এবার আরও জোড়ালো কম্পন অনুভব করা গেল উত্তর ভারতের একাধিক রাজ্যে।

[আরও পড়ুন: গোহত্যা বন্ধ হলেই মিটবে বিশ্বের সব সমস্যা, গুজরাটের আদালতে গরুর স্তুতি বিচারকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement