দীপঙ্কর মণ্ডল: কেন্দ্রীয় সরকারের ক্রমতালিকায় উপরের দিকে নাম তোলার পরের দিনই চাকরির দাবিতে আধিকারিকদের ঘেরাও করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বুধবার দুপুর থেকে রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাসে ‘ক্যাম্পাসিং’-এর দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়াদের একটি অংশ। প্রযুক্তি বিভাগের ডিন ও প্লেসমেন্ট অফিসারকে ঘেরাও করেন তাঁরা। যতক্ষণ না উপাচার্য এসে তাঁদের দাবি মানবেন, ততক্ষণ ঘেরাও আন্দোলন চলবে বলে ঘোষণা করেন বিক্ষোভকারীরা।
[হয়রানির অভিযোগ তুলে হাওড়া জিআরপিতে বিক্ষোভ দৃষ্টিহীন পড়ুয়াদের]
ধরনায় বসা পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ‘ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার’ না থাকায় যথোপযুক্ত ক্যাম্পাসিং হয় না। বেশি সংখ্যায় তথ্যপ্রযুক্তি সংস্থা আসে না জানিয়ে এদিন প্রতিবাদে সরব হন ছাত্র-ছাত্রীরা। রাজাবাজার ক্যাম্পাসে হাতে পোস্টার নিয়ে ছাত্র-ছাত্রীরা ডিন অম্লান চক্রবর্তীকে ঘেরাও করেন। এদিন রাজাবাজার ক্যাম্পাসে ছিলেন প্লেসমেন্ট অফিসার অতনু রায়চৌধুরি। তাঁকেও ঘেরাও করেন পড়ুয়ারা। পোস্টারে লেখা, প্লেসমেন্ট সেলের দায়িত্বে থাকা আধিকারিকদের বরখাস্ত করা হোক। প্রযুক্তিবিদ্যার শেষ বর্ষের ছাত্রছাত্রীদের অবিলম্বে চাকরি দেওয়া হোক। প্রসঙ্গত, চাকরির দাবিতে বিক্ষোভ এবং ঘেরাও এই প্রথম নয়। আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে রাজাবাজার ক্যাম্পাস। পূর্বতন উপাচার্যকে ক্যাম্পাসিংয়ের দাবিতে ঘেরাও করা হয়েছে। রাজাবাজার ক্যাম্পাসে ছাত্রদের অন্য একটি অংশ দাবি করেছে, এদিন বিশেষ উদ্দেশ্য নিয়ে হস্টেলের ছাত্রদের একটি অংশ বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে।
[আসানসোল-রানিগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ বাংলার বিদ্বজ্জনদের]
The post ক্যাম্পাসিংয়ের দাবিতে আধিকারিকরা ঘেরাও রাজাবাজার কলেজে appeared first on Sangbad Pratidin.