সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বন্দে মাতরম’, কিংবা ‘ভারত মাতা কি জয়’ বলা যাবে না কলেজের সামনে। আজব নিদান উত্তরপ্রদেশের বালিয়ার একটি কলেজে। আর এই নিদান অমান্য করে কলেজের অধ্যক্ষর রোষের শিকার চার পড়ুয়া। অভিযোগ ওই কলেজেরই কয়েকজন অধ্যাপক ভারত মাতা কি জয় বলাই তাদেরও মারধর করা হয়।
[পাক প্রলোভনেও পা দেননি ভারতের প্রথম মুসলিম বায়ুসেনা প্রধান]
অনুজ কুমার নামের এক পড়ুয়া অভিযোগ করেছেন, তিনি ও তাঁর তিন বন্ধু শুক্রবারে সকালের প্রার্থনা শেষে ‘বন্দে মাতরম’ গান গেয়েছিলেন। ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়েছিলেন। আর তাতেই রেগে যান কলেজের অধ্যক্ষ মজিদ নাসির। সঙ্গে সঙ্গে তাদের উপর হামলা করেন ২০-২৫ জন লোক। চার ছাত্রের উপর লাঠি নিয়ে চড়াও হয় তাঁরা। এমনকী যে অধ্যাপকরা তাদের সঙ্গে জাতীয় সংগীত গাইছিলেন তাদের উপরও চড়াও হন ওই ২০-২৫ জন ব্যক্তি। মারধরের পাশাপাশি পাকিস্তান জিন্দাবাদের স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ ওই ছাত্রদের। ইতিমধ্যেই তাঁরা লিখিত আকারে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। বালিয়ার এএসপি অজয় কুমার জানিয়েছেন, “আমরা অভিযোগ পেয়েছি অনুজ কুমার নামের এক ছাত্র ও তাঁর বন্ধু জিএমএএম কলেজের সামনে আক্রান্ত হয়েছে। ছাত্ররা অভিযোগ করছে ভারত মাতা কি জয় বলায় তাদের উপর চড়াও হয়েছেন অধ্যক্ষ-সহ কয়েকজন শিক্ষক।”
[লোকসভা ভোটে কানহাইয়ার প্রচারে শাবানা আজমি, জাভেদ আখতার]
মূল ঘটনাটি গত শুক্রবারের। মানস মন্দির নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সেদিন ওই কলেজে পর্যবেক্ষণে যান। সেখানে গিয়েই তাঁরা ওই কীর্তির খবর পান। মানস মন্দির নামের সংস্থাটির ম্যনেজার শিব কুমারের দাবি, শুধু ছাত্ররা নয়, ‘ভারত মাতা কি জয়’ বলায় আক্রান্ত হয়েছেন অধ্যাপকরাও। তাদের বয়ান রেকর্ড করে থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও পাঠানো হয়েছে। যদিও, এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ মজিদ নাসির। তাঁর পালটা দাবি, তাদের কলেজকে বদনাম করার জন্যই ঘৃণ্য চক্রান্ত চলছে। কলেজে কেউ ‘ভারত মাতা কি জয়’ বলায় নিষেধাজ্ঞা জারি করেনি। গোটা এলাকায় অশান্তি এড়াতে অতিরিক্ত পুলিশকর্মীদের নিয়োগ করা হয়েছে।
The post কলেজের সামনে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান, উত্তরপ্রদেশে আক্রান্ত ৪ পড়ুয়া appeared first on Sangbad Pratidin.