shono
Advertisement

ওড়িশায় শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে আশুতোষ কলেজের পড়ুয়ারা, নিখোঁজ এক

পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন এক ছাত্র।
Posted: 08:15 PM Nov 23, 2023Updated: 08:38 PM Nov 23, 2023

অর্ণব আইচ: শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে আশুতোষ কলেজের পড়ুয়ারা। ওড়িশার কেওনঝড়ের পুন্ডুল জলপ্রপাতে পড়ে নিখোঁজ এক ছাত্র। তাঁর খোঁজে নামানো হয়েছে ডুবুরি। এদিকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন আরেক ছাত্র। ভিনরাজ্যে গিয়ে সমস্যায় পড়ুয়ারা, উৎকন্ঠায় পরিবার।

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি আশুতোষ কলেজের এমএসসি দ্বিতীয় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা শিক্ষামূলক ভ্রমণের জন্য ওড়িশার কেওনঝড়ে গিয়েছিলেন। সেখানে পুন্ডুল জলপ্রপাতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই ঘটেছে দুর্ঘটনা। জানা যায়, আচমকা এক ছাত্র জলপ্রপাতে পড়ে যায়। তবে তাঁকে উদ্ধার করা গিয়েছে। মাথা ফেটে গিয়েছে তাঁর। এর পর আরেক ছাত্র পুন্ডুল জলপ্রপাতে পড়ে যান। তাঁর নাম তারাশংকর সরকার। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

[আরও পড়ুন: মোদিকে ‘অপয়া’ কটাক্ষ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাহুলকে নোটিস কমিশনের]  

সূত্রের খবর, ইতিমধ্যেই ওড়িশা পুলিশের তরফে উদ্ধারকারী দল ও ডুবুরি নামানো হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে চলছে উদ্ধারকাজ। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চললেও এখনও পর্যন্ত ওই ছাত্রের হদিশ পাওয়া যায়নি। ভিনরাজ্যে গিয়ে দুর্ঘটনার কবলে ছাত্ররা, স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে অভিভাবকেরা। তবে এ বিষয়ে এখনও কলেজের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: চুরি গিয়েছে তাজ হোটেলের ১৫ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য! দাবি ঘিরে চাঞ্চল্য]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement