সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই ভোলবদল শুভাপ্রসন্নর। ভোট হিংসা নিয়ে পথে নামার হুঁশিয়ারির বদলে এখন তাঁর গলায় মুখ্যমন্ত্রীর স্তুতি। সুর বদলে বলছেন, “রুদালি নয় যে কথায় কথা পথে নামব।” রাস্তায় নামার সময় এখনও আসেনি। একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় অশান্তি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন শিল্পী।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে চলা হিংসায় প্রাণ গিয়েছে অনেকের। বেসরকারি মতে মৃতের সংখ্যা ৪৫-এর বেশি। মুখ্য়মন্ত্রী যদিও দাবি করেছেন, মৃত্যু হয়েছে ১৯ জনের। লাগাতার বোমাবাজি, অশান্তির প্রতিবাদে সরব হয়েছিলেন শিল্পী শুভাপ্রসন্ন। এমনকী, প্রয়োজনে পথে নামতে চেয়েছিলেন তিনি। এবার ভোটের ফলাফল প্রকাশের পর পুরোপুরি সুর বদলে ফেললেন তিনি। ঠিক কী বলেছেন শিল্পী?
[আরও পড়ুন: মুর্শিদাবাদ-সহ ৫ জেলায় চাকরির নামে তোলাবাজি জীবনকৃষ্ণ সাহার! ৪০ পাতার চার্জশিট সিবিআইয়ের]
সংবাদমাধ্যমকে শুভাপ্রসন্ন জানিয়েছেন,”রুদালি নই যে কিছু হলেই রাস্তায় নামতে হবে। এখনও রাস্তায় নামার সময় আসেনি।” ভোট হিংসা কড়া হাতে মুখ্যমন্ত্রী দমন করেছেন বলেও মত তাঁর। বলেন, “মমতা কড়া হাতে দমন করেছেন, এর চেয়ে বড় কী হতে পারে?” মৃতের সংখ্যা আসলের চেয়ে বাড়িয়ে দেখানো হয়েছে বলে মত তাঁর। সবমিলিয়ে তিনি নিজের আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি বদলে ফেললেন। যদিও শিল্পীর এই ভোলবদল দেখে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, “শুভাদা এই ক’দিন ধরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘রামের সুমতি’ পড়েছেন। তাই শুভাদার সুমতি হয়েছে।”
প্রসঙ্গত, দিন কয়েক আগে শুভাপ্রসন্ন বলেছিলেন, “সারা দেশে এরকম ঘটনা কোথাও ঘটে না। এই সংস্কৃতি বদলাতে হবে।” আর এই বদলের ডাক দিতে আরও একবার পথে নামতে তিনি তৈরি বলেও জানিয়েছেন। বলেছেন, “আমরা আবার মিছিল করতে পারি, আগে যেমন করেছিলাম। সংস্কৃতি বদলের মিছিল।” তিনি লজ্জিত বলেও জানিয়েছিলেন। আচমকাই কয়েক দিনের মধ্যে নিজের অবস্থান বদলে ফেললেন তিনি।