সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা। চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে এবার ফোনে সতর্ক করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ভাষা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে বেফাঁস মন্তব্য করার পর, ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে মুখ খুলেছিলেন শুভাপ্রসন্ন। সরাসরি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করেন শিল্পী। তারপরই বুধবার কুণাল ঘোষ তাঁকে সতর্ক করেছেন বলে জানা গিয়েছে।
‘দ্য কেরালা স্টোরি’ বিতর্ক নিয়ে শুভাপ্রসন্নর বক্তব্য ছিল, এই ছবি নিষিদ্ধ ঘোষণা করে অহেতুক ছবিটিকে বাড়তি গুরুত্ব দিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন,”এই সিদ্ধান্ত কোনও রাজনৈতিক সুবিধা দেবে না। বরং নিষিদ্ধ করে ছবিটাকেই গুরুত্ব দেওয়া হল। সেন্সর বোর্ড যখন ছাড় দিয়েছে, তখন প্রদর্শনে বাধা কোথায়?” এ নিয়ে মঙ্গলবার কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি শুধু বলেন, “উনি রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখেন। তাই রবীন্দ্রজয়ন্তীর দিন কিছু বলব না। যা বলার বুধবার বলব।”
[আরও পড়ুন: মমতার পর এবার নবীন পট্টনায়েকের দ্বারস্থ নীতীশ কুমার, দ্রুত দিল্লিতে মহাজোটের বৈঠক!]
জানা গিয়েছে বুধবার শুভাপ্রসন্ন নিজেই কুণালকে ফোন করেন। এদিন সাংবাদিক বৈঠকে ওই ফোনালাপ প্রসঙ্গে কুণাল বলেন,”আমায় সকালে শুভা’দা ফোন করেছিলেন। তখন আমি বলি, যাঁদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে আপনি তাঁদের মধ্যে। তা হলে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত নিয়ে এ ভাবে বাইরে মুখ খুলছেন কেন?” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানিয়েছেন, তাঁর কথা শুভাপ্রসন্ন মেনে নিয়েছেন।
[আরও পড়ুন: সিগন্যালে দাঁড়াতে বলার ‘শাস্তি’, ট্রাফিক পুলিশকে বনেটে তুলে আধ কিলোমিটার ছুটল গাড়ি!]
পরে এক সংবাদমাধ্যমে ওই ফোনালাপের কথা স্বীকার করেছেন শুভাপ্রসন্ন নিজেই। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, দ্য কেরালা স্টোরি নিয়ে আরও কোনও মন্তব্য করবেন না। আগের মন্তব্যে তিনি অনড় কিনা, সেটা নিয়েও মন্তব্য করতে চাননি। অর্থাৎ, কুণালের সঙ্গে ফোনালাপে যে কাজ হয়েছে, সেটা স্পষ্ট।