সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের বাঙালি পরিচালকের তালিকায় নাম লেখাতে চলেছেন শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। এমন খবরে সরগরম টলিপাড়া। শোনা যাচ্ছে, বড় প্রযোজনা সংস্থার প্রযোজনায় হিন্দি ছবি তৈরির ডাক পেয়েছেন বাংলার পরিচালক। ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি তৈরির পরিকল্পনাও রয়েছে। ব্যাপার কী? সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানালেন খোদ পরিচালক।
ছবি: ফেসবুক
রটনা, যে প্রযোজনা সংস্থার তরফ থেকে হিন্দি ছবি তৈরির প্রস্তাব শুভ্রজিৎ পেয়েছেন সেই সংস্থার ব্যানারে তৈরি সুপারহিট ছবিতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, হৃতিক রোশনের মতো তারকারা অভিনয় করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভজিৎ জানান, বিষয়টি এতটাই প্রাথমিক স্তরে রয়েছে যে এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে কিছু বলা সম্ভব নয়। আর এমন বিষয় হতে প্রচুর সময় লাগে।
[আরও পড়ুন: ভোট দিতে পারলেন না স্বস্তিকা, চূড়ান্ত বিরক্ত অভিনেত্রী, ভিডিও বার্তায় উগরে দিলেন ক্ষোভ]
এদিকে টিনসেল টাউনে জল্পনা, একাধিক ঐতিহাসিক গল্প জমা পড়েছে প্রযোজনা সংস্থায়। যার মধ্যে পলাশির যুদ্ধ যেমন রয়েছে, তেমনই রয়েছে সুলতান আমল, মৌর্য সাম্রাজ্যের গল্প। শুভ্রজিৎ জানান, অফার তো তিনি অভিযাত্রিকের সময়ও পেয়েছিলেন। সেই ছবির অন্যতম প্রযোজক আবার ছিলেন মধুর ভান্ডারকার। এমন ক্ষেত্রে আগে গল্প সিলেক্ট হয়। তার পর বাকি সিদ্ধান্ত নেওয়া হয়।
আপাতত 'দেবী চৌধুরানী' সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত পরিচালক। কবে সিনেমা মুক্তি পাবে? প্রশ্নের উত্তরে তিনি জানান, অত্যন্ত বড় স্কেলের এই ছবি। ফলে তাড়াহুড়ো করে কোনও কাজ তিনি করতে চান না এবং পারেনও না। নিজের মতো বাংলার ‘ডাকাতরানি’র গল্পকে বড়পর্দার জন্য তৈরি করতে চান পরিচালক। ছবিতে ‘দেবী চৌধুরানি’র ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ভবাণী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। আর শুভ্রজিতের এই ছবির মাধ্যমেই বাংলা সিনেমায় প্রথমবার অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছেন প্রদ্যুম্ন কুমার সাঁই। এর আগে যিনি 'আদিপুরুষ' সিনেমার অ্যাকশনের দায়িত্ব সামলেছিলেন। 'দেবী চৌধুরানী'র পর আবার পরিচালকের হাতে রয়েছে 'কালমৃগয়া'।