shono
Advertisement

Breaking News

ফের সিবিআই হেফাজতে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সিবিআইয়ের আইনজীবী প্রমাণ করে দেন যে, সাংসদকে জেরা করে তদন্তে প্রভূত অগ্রগতি হয়েছে৷
Posted: 03:17 AM Jan 10, 2017Updated: 09:47 PM Jan 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি নিজেই৷ জানিয়েছিলেন, সংসদে বাজেট অধিবেশন শেষ হওয়ার আগে তাঁকে ছাড়বে না সিবিআই৷ সোমবার রোজভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদকে ফের সিবিআই হেফাজতেরই নির্দেশ দিল আদালত৷

Advertisement

গত মঙ্গলবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তৃণমূল সাংসদ৷ তারপর দফায় দফায় তাঁকে জেরা করেন গোয়েন্দারা৷ সূত্রের খবর, জেরায় নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ ইতিমধ্যেই এই কাণ্ডের সঙ্গে সারদা কাণ্ডেরও যোগ মিলেছে বলে জানা যাচ্ছে৷ রোজভ্যালি কাণ্ডে টলিউডের এক দাপুটে নায়িকাকে ডাকারও সিদ্ধান্ত নিয়েছেন গোয়েন্দারা৷ এই প্রেক্ষিতেই আজ ভুবনেশ্বর আদালতে তোলা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁকে যে জামিন দেওয়া হবে না এমনটা অনুমান করেছিলেন সাংসদ নিজেই৷ বাস্তবেও দেখা গেল তাইই হল৷ ১২ তারিখ পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত৷ যদিও সুদীপবাবুর আইনজীবীর দাবি ছিল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ নেই৷ কিন্তু সিবিআইয়ের আইজীবীর পাল্টা দাবি, সাংসদকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে৷ দুপক্ষেরই দাবি মন দিয়ে শোনেন বিচারক৷ প্রায় ঘণ্টা দেড়েক ধরে কেস ডায়রি খুঁটিয়ে দেখেন তিনি৷ রোজভ্যালি কর্তার ছেলেকে নামী স্কুলে ভর্তি করার ক্ষেত্রে সুদীপের ভূমিকার প্রসঙ্গও এদিন ওঠে আদালতে৷ সিবিআইয়ের আইনজীবী প্রমাণ করে দেন যে, সাংসদকে জেরা করে তদন্তে প্রভূত অগ্রগতি হয়েছে৷ আর এরপরই তাঁকে সিবিআই হেফাজতে রাখারই নির্দেশ দেয় আদালত৷

কবে ছাড়তে পারে সিবিআই ফাঁস করলেন খোদ সুদীপ

উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement