রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও সোমনাথ রায়: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, সাংবিধানিক পদে বসে অশান্তিতে উসকানি দিয়েছেন মমতা। বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন সুকান্ত। দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমায় অনেক গালাগালি দিয়েছেন। অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি। আমি ভেবে দেখলাম, এদের বিরুদ্ধে কোনও দিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি, ওই কথা নয়। আজ বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভালো বুঝে করবেন।" শুধু তাই নয়, বাংলায় 'বাংলাদেশ মডেলে' অরাজকতা তৈরির চক্রান্ত নিয়েও সরব হয়েছিলন তিনি। বলেছিলেন, "মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন! মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। নর্থ ইস্টও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহার-ঝাড়খণ্ড-দিল্লিও থেমে থাকবে না।” চিঠিতে তৃণমূল নেত্রীর এই দুই মন্তব্যের উল্লেখ করেছেন সুকান্ত।
[আরও পড়ুন: বউয়ের ন্যাওটা! একাধিক শপিং ব্যাগ হাতে অনুষ্কার পিছু পিছু বিরাট, ভাইরাল ভিডিও]
শাহকে লেখা চিঠিতে তাঁর দাবি, সাংবিধানিক পদে বসে মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী, উসকানিমূলক মন্তব্য করেছেন। বিদ্বেষ ছড়িয়েছেন। তাঁর আর এই গুরুত্বপূর্ণ পদে থাকার অধিকার নেই। এখনই পদত্যাগ করা উচিত।" এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।