সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থামছেন না সুখেন্দুশেখর রায়। রাজ্য পুলিশকে নিয়ে করা টুইট মুছে দেওয়ার পর ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ। ভারত-চিন যুদ্ধের সময়ে প্রকাশিত একটি কার্টুন শেয়ার করলেন তিনি। আর কে লক্ষ্মণের আঁকা ওই কার্টুনে 'গুজব' এবং সঠিক তথ্য নিয়ে রসিকতা করা হয়েছে।
আর জি কর কাণ্ড নিয়ে শুরু থেকেই দলীয় অবস্থানের উলটো পথে হাঁটছেন সুখেন্দুশেখর। মেয়েদের ‘রাত দখল’কে সমর্থন করেছেন। সোশাল মিডিয়ায় খোদ কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়েছেন। দাবি করেছেন, আর জি কর কাণ্ডে (R G Kar Case) বহু প্রশ্নের উত্তর অজানা। যা বলতে পারবেন মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনার। বিভ্রান্তিকর তথ্য পেশ করার পর পুলিশের প্রস্তাবমতো সেই পোস্ট মুছেও ফেলেছেন।
[আরও পড়ুন: আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় CBI-কে নথি হস্তান্তর সিটের, সামনে আসবে কোন তথ্য?]
সেই বিভ্রান্তি মেনে নেওয়ার পর মনে হয়েছিল সুখেন্দুশেখর হয়তো দলীয় শৃঙ্খলায় থাকবেন। কিন্তু শুক্রবার আরও একটি পোস্টে ফের শাসকদলকে খানিকটা অস্বস্তিতে ফেললেন রাজ্যসভার সাংসদ। এক্স হ্যান্ডেলে তিনি একটি কার্টুন পোস্ট করেছেন। ১৯৬২ সালে কার্টুনটি আঁকেন আর কে লক্ষ্মণ। ওই কার্টুনে দেখা যাচ্ছে, পুলিশ এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে। এবং ওই পুলিশকর্মী ধৃতকে বলছেন, "আপনি গুজব ছড়াচ্ছিলেন না এটা ঠিক। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি ঠিক তথ্য ছড়াচ্ছিলেন।"
[আরও পড়ুন: ‘ছেলে নিরীহ, ওকে কেউ ফাঁসিয়ে থাকলে তাকেও ধরা হোক’, দাবি সঞ্জয়ের মায়ের]
তাহলে কি তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর যে অভিযোগ উঠেছে, সেটা অস্বীকার করতে চাইলেন সুখেন্দু? তাঁর এই টুইটে ফের শাসকদলের অস্বস্তি বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।