সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে সম্ভাব্য বদল নিয়ে সতর্ক করলেন খোদ সুনীল গাভাসকর। তাঁর সাফ কথা, কোনওভাবেই নীতীশ কুমার রেড্ডিকে বাদ দেওয়া যাবে না। সেটা হলে মস্ত বড় ভুল হবে। আবার একই সঙ্গে আকাশদীপকেও বাদ দেওয়া ঠিক হবে না বলে মনে করছেন কিংবদন্তি ব্যাটার।
বক্সিং ডে টেস্টে ভারতীয় দল ফিরতে পারে পুরনো ফর্মুলায়। সূত্রের খবর, শেষ দুই টেস্টে ৬ নম্বরে খেলে বিফল হওয়ার পর মেলবোর্নে ফের ওপেনিংয়ে ফিরতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এ ছাড়াও দলে একাধিক বদল আসার সম্ভাবনা রয়েছে। ভারতীয় শিবির সূত্রের খবর, মেলবোর্নে দুই স্পিনার খেলানো হতে পারে। আসলে এই মুহূর্তে মেলবোর্নে খটখটে রোদ। প্রথম দু-তিন দিন সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও ম্যাচের বেশিরভাগ সময় চড়া রোদ থাকার কথা। তার উপর পিচে ৬ মিলিমিটার ঘাস রয়েছে। সেই ঘাস শুকিয়ে গেলে শেষদিকে স্পিনাররা সাহায্য পেতে পারে। টিম ইন্ডিয়া দুই স্পিনারের ফর্মুলায় গেলে গিল বা নীতীশ কুমার রেড্ডির বদলে দলে ঢুকবেন ওয়াশিংটন সুন্দর।
নীতীশ রেড্ডিকে বাদ দেওয়ার সম্ভাবনাতেই আপত্তি গাভাসকরের। তিনি বলে দিচ্ছেন, কোনওভাবেই নীতীশ রেড্ডিকে বসানো ঠিক হবে না। লিটল মাস্টার বলছেন, "ওরা কোনওভাবেই নীতীশ রেড্ডিকে বাদ দিতে পারবে না। ও-ই চতুর্থ পেসার। আমার মনে হয় না, ভারত কম পেসারে যাবে। সুতরাং যে একাদশ আগে খেলেছিল, সেটাই খেলতে পারে।" গাভাসকরের সতর্কবার্তা নীতীশকে বাদ দিলে সেটা মস্ত ভুল হবে। একই সঙ্গে আকাশদীপের সম্ভাব্য বাদ পড়া নিয়েও মুখ খুলেছেন গাভাসকর। তিনি জানিয়েছেন, এই টেস্টে হর্ষিত রানার দলে ফেরার সম্ভাবনা নেই। যে আগের টেস্টে দলকে ফলোঅনের লজ্জা থেকে বাঁচিয়েছে, তাঁকে বাদ দেওয়া যায় না। গাভাসকর মনে করছেন, কমবেশি আগের ম্যাচের একাদশই রাখা উচিত ভারতের।
চলতি সিরিজে ফর্মের বিচারে নীতীশ রেড্ডি শুভমান গিলের থেকে এগিয়ে। সেক্ষেত্রে দ্বিতীয় স্পিনার খেলাতে হলে গিলকেও বাদ দেওয়া হতে পারে। নিতান্তই যদি সুন্দরকে খেলাতে হয়, সেক্ষেত্রে গিল বাদ পড়ার সম্ভাবনা বেশি। গিল বাদ পড়লে রাহুল খেলবেন ৩ নম্বরে। তবে সবটাই চূড়ান্ত হবে বৃহস্পতিবার সকালে আবহাওয়া এবং পিচের পরিস্থিতি দেখে।