shono
Advertisement

Breaking News

ছোটপর্দার বউদি এবার সানি লিওন!

তুলসী ভাবি, পার্বতী ভাবির পরে এবার সানি ভাবি? The post ছোটপর্দার বউদি এবার সানি লিওন! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:46 PM Sep 22, 2016Updated: 03:34 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহিতা নায়িকা যখন, তখন তাঁকে বউদি নিশ্চয়ই বলা যায়?
প্রশ্নটা বিতর্কিত হতেই পারে! তবে, বিতর্ক নিয়ে আর কবেই বা মাথা ঘামিয়েছেন সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে অনেক বিতর্কিত মুহূর্তেই তো তাঁকে দেখেছেন দর্শকরা!
যাই হোক, সানি কিন্তু এবার সত্যিই নিজেকে বউদি বলে ডাকার সুযোগ করে দিচ্ছেন। তিনি আসছেন ছোটপর্দায়। ধারাবাহিকের নাম ‘ভাবি জি ঘর পর হ্যায়’!
অবশ্য ছোটপর্দায় সানির দেখা মেলাটা এই প্রথম নয়। এর আগে ‘বিগ বস’, ‘স্প্লিটসভিলা’র সৌজন্যেও তাঁকে ছোটপর্দায় দেখেছেন দর্শকরা। তবে পারিবারিক ধারাবাহিকে এই প্রথম অভিনয় করতে চলেছেন নায়িকা।
তা, ধারাবাহিকে কেমন অবতারে দেখা দিচ্ছেন সানি?
জনপ্রিয় টেলি-সোপটির বউদি আঙ্গুরি ভাবি ফাঁস করে দিয়েছেন সেই কথা। জানিয়েছেন, ধারাবাহিকের একটি পর্বে নায়ক খুঁজতে আসবেন সানি। তার পর কী হয়, তাই নিয়েই জমে উঠবে সে দিনের গল্প।
আর কী! চোখ রাখা যাক ছোটপর্দায়!

Advertisement

The post ছোটপর্দার বউদি এবার সানি লিওন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement