shono
Advertisement
Upper Primary

হাই কোর্টের রায়ে হস্তক্ষেপে 'না' সুপ্রিম কোর্টের, উচ্চপ্রাথমিকে নিয়োগে কাটল আইনি বাধা

সব ঠিক থাকলে বুধবারই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করবে এসএসসি। পুজোর আগেই হয়ে যাবে ১৪ হাজার ৫২ জন নতুন শিক্ষক নিয়োগ।
Published By: Subhajit MandalPosted: 08:56 PM Sep 24, 2024Updated: 08:56 PM Sep 24, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: কাটল আইনি বাধা। পুজোর আগে উচ্চপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগে সুপ্রিম ছাড়পত্র পেয়ে গেল রাজ্য। নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের হয়েছিল, তাতে হস্তক্ষেপ করতে রাজি হল না সর্বোচ্চ আদালত। ফলে এসএসসির মেধাতালিকা প্রকাশ করতে আর কোনও বাধা থাকল না। সব ঠিক থাকলে বুধবারই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করবে এসএসসি। পুজোর আগেই হয়ে যাবে ১৪ হাজার ৫২ জন নতুন শিক্ষক নিয়োগ।

Advertisement

চলতি বছরের ২৮ আগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় ১৪ হাজার ৫২ খালি পদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে। ফলে দীর্ঘ আট বছরের অপেক্ষার পর ১৪,০৫২ শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে এসএসসি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের বক্তব্য ছিল, কলকাতা হাই কোর্টের নির্দেশ নিয়োগ সংক্রান্ত সংরক্ষণ নীতির বিরোধী। কয়েকজনের তরফে আদালতে এমন দাবিও করা হয় যে কাট অফ মার্কসের থেকে বেশি নম্বর পেয়েওও ইন্টারভিউতে ডাক পাননি তাঁরা। মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, এখনই হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত।

এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, নতুনদের আবেদন শোনা হবে না। মূল মামলাকারীদের কিছু বলার থাকলে হাই কোর্টেই যেতে হবে। এদিন আদালতে রাজ্য ও এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জয়দীপ গুপ্ত, কুণাল চট্টোপাধ্যায়রা ১৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের পক্ষে জোরাল সওয়াল করেন।

তবে, এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আরেক মামলায় ২৬ হাজার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হল না। বুধ অথবা বৃহস্পতিবার হতে পারে শুনানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজোর আগে উচ্চপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগে সুপ্রিম ছাড়পত্র পেয়ে গেল রাজ্য।
  • নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের হয়েছিল, তাতে হস্তক্ষেপ করতে রাজি হল না সর্বোচ্চ আদালত।
  • ফলে এসএসসির মেধাতালিকা প্রকাশ করতে আর কোনও বাধা থাকল না।
Advertisement