সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহার বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সিএস কারনানের বিরুদ্ধে নোটিস জারি করলেন৷ মাদ্রাজ হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগেই এই নোটিস বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷ দেশে এই প্রথম এভাবে কোনও বিচারপতির বিরুদ্ধে অবমাননার নোটিস জারি হল জানা গিয়েছে৷
(১১০০ অভিযান চালিয়ে ৫৪০০ কোটি কালো টাকার খোঁজ পেল আয়কর বিভাগ)
বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খেহার কলকাতা হাই কোর্টের বিচারপতি কারনানকে সশরীরে আদালতে হাজির হয়ে জানাতে বলেছেন, কেন তাঁর বিরুদ্ধে অবমাননার অভিযোগে পদক্ষেপ করা হবে না, তার সন্তোষজনক জবাব দিতে হবে কারনানকে৷ ততদিন বিচারপতি কারনানকে সমস্ত আইনি ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে বিচারপতি কারনানকে এর জবাব দিতে হবে৷ অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি দাবি করেছেন, বিচারব্যবস্থাকে আক্রমণের জন্য বিচারপতি কারনানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে নজির স্থাপন করুক শীর্ষ আদালত৷ এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি কারনান বিচারপতিদের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লেখেন৷
(সাধনার নামে বিদেশিনীকে ধর্ষণের অভিযোগে ধৃত তান্ত্রিক)
The post কলকাতা হাই কোর্টের বিচারপতিকে নোটিস সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.