shono
Advertisement

Breaking News

‘এই কথাটা বারবার বলবেন না’, আইনজীবীকে অর্ধেক বেতন দিতে চাইলেন বিচারপতি

কোন শব্দে আপত্তি বিচারপতির?
Posted: 09:16 AM Nov 03, 2023Updated: 09:17 AM Nov 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার ‘মাই লর্ড’, ‘ইওর লর্ডশিপ’ বলে সম্বোধন। বিরক্ত সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসীমা (Justice Narasimah)। এতটাই যে শেষপর্যন্ত এই সম্বোধন বন্ধ করার বদলে আইনজীবীকে নিজের বেতনের অর্ধেকটা দিয়ে দিতে চাইলেন বিচারপতি।

Advertisement

বৃহস্পতিবার এক মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের (Supreme Court) এক বিশিষ্ট আইনজীবী বিচারপতি এএস বোপান্না এবং পিএস নরসীমার সামনে সওয়াল করছিলেন। সেই সময় ওই আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতিদের বারবার ‘মাই লর্ড’ এবং ‘ইওর লর্ডশিপ’ বলে সম্বোধন করছিলেন। আর এতেই অসন্তুষ্টি প্রকাশ করেন বিচারপতি নরসীমা। বারবার ব্রিটিশ আমলের ওই সম্বোধন শুনে বিরক্ত হয়ে যান বিচারপতি।

[আরও পড়ুন: জন্মদিনে নতুন জন্ম শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ পোশাক ছেড়ে ‘ডাঙ্কি’তে বাদশার কোন অবতার?]

ওই বর্ষীয়ান আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি কতবার ‘মাই লর্ডস’ (My Lord) বলবেন? বারবার এটা বলা বন্ধ করুন। আমি আপনাকে আমার বেতনের অর্ধেক দিয়ে দেব।” বিচারপতির প্রশ্ন, “কেন আপনি স্যার শব্দটি ব্যবহার করছেন না। এর পর যদি আপনি মাই লর্ড বলা বন্ধ না করেন, তাহলে এবার গুণতে শুরু করব, আপনি কতবার এই কথাটা বলছেন।” বিচারপতি নরসীমার এই মন্তব্যের পর, ঐ আইনজীবী তাঁকে স্যার বলে ডাকা শুরু করেন।

[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]

বস্তুত ভারতীয় বিচারব্যবস্থায় এখনও ব্রিটিশ আমলের ছাপ রয়ে গিয়েছে। এখনও সব স্তরের আদালতেই সওয়াল-জবাবের সময় বিচারকদেরকে ‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ডশিপ’ বলেই সম্বোধন করে থাকেন আইনজীবীরা। কিছুদিন আগে সেটা বদলানোর চেষ্টাও হয়েছিল। কিন্তু তাতে আদালতেরই সাড়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement