সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে গোহত্যা নিষিদ্ধ করার জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে দেশের শীর্ষ আদালত শুক্রবার জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনও রাজ্যের গোহত্যা বিষয়ক আইনে হস্তক্ষেপ করবে না সু্প্রিম কোর্ট।
(নিষিদ্ধ করা হোক ‘রইস’, দাবি শিব সেনা-বিশ্ব হিন্দু পরিষদের)
এদিন সুপ্রিম কোর্ট মামলার শুনানিতে জানায়, কোনও রাজ্য গোহত্যা নিষিদ্ধ করতে পারে আবার নাও করতে পারে। এই বিষয়ে রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করবে না আদালত। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় দেশের সব রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করার আবেদন জানিয়ে। কিন্তু এদিন সেই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। যদিও মামলাকারী বিনীত সহায়কে আদালত জানিয়েছে, ইতিমধ্যেই আন্তঃরাজ্য গরু পাচার বন্ধ করার জন্য সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
(দুধের শিশুকে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলল মা!)
(কাশ্মীরে তুষারধসে মৃত জওয়ানের সংখ্যা বেড়ে ১৪)
(বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি, একলা চলার নীতি শিব সেনার)
The post সব রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করার মামলা খারিজ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.