shono
Advertisement

Breaking News

কাবেরী জলবণ্টন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বিপাকে কর্নাটক

একদিনের সময়সীমা দিয়ে আদালতের নির্দেশ ৬০০০ কিউসেক জল ছাড়তে হবে তামিলনাড়ুতে৷ The post কাবেরী জলবণ্টন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বিপাকে কর্নাটক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:44 PM Oct 03, 2016Updated: 03:14 PM Oct 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবেরী জলবণ্টন সমস্যা নিয়ে তামিলনাড়ুর পক্ষেই ফের রায় দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার দুপুর দু’টোর মধ্যে ৬০০০ কিউসেক জল ছাড়তে হবে কর্নাটককে৷ এবং সেই নির্দেশ অমান্য কোনওভাবেই  করা যাবে না বলেও জানিয়েছে আদালত৷

Advertisement

কাবেরীর জলবণ্টনকে কেন্দ্র করে সেপ্টেম্বরের শুরুতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে কর্নাটক৷ কর্নাটকের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও সমস্যার সুরাহা মেলেনি৷ উপরন্তু কর্নাটকের বিপক্ষেই রায় ঘোষণা হয়৷ আদালত নির্দেশ দেয়, ১০ দিনের মধ্যেই ৪২০০০ কিউসেক জল ছাড়তে হবে কর্নাটককে৷ আদালতের সেই রায় অমান্য করেই ফের কর্নাটক প্রশাসন সুপ্রিম কোর্টে দশদিনের বাড়িয়ে সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত করার আবেদন করে৷ সেই আবেদনের ভিত্তিতেই  সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করে৷

কিন্তু এই রায়ও কর্নাটকের বিপক্ষেই গেল৷ একদিনের সময়সীমা দিয়ে আদালতের  নির্দেশ ৬০০০ কিউসেক জল ছাড়তে হবে তামিলনাড়ুতে৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে ফের বৈঠক করা হবে৷ হয়ত সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন তাঁরা৷ দরকারে রাষ্ট্রপতির দ্বারস্থও হবেন৷

এই সমস্যায় কর্নাটকের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে৷ অনেকেই দাবি করছেন কাবেরী সমস্যায় খলনায়ক হয়ে উঠছে কর্নাটক৷ কিন্তু সিদ্দারামাইয়ার দাবি পরিস্থিতির শিকার হচ্ছেন তাঁরা৷ সমস্যার সুরাহা তাঁরাও চায় কিন্তু যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে কর্নাটকের চাষের ব্যাপক ক্ষতি হবে এমনটাই দাবি তাঁদের৷

সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ মেনে নেওয়া হবে কি না, তা অবশ্য এখনই জানা যাচ্ছে না৷

The post কাবেরী জলবণ্টন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বিপাকে কর্নাটক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement