shono
Advertisement

Breaking News

Supreme Court

OBC শংসাপত্র বাতিল মামলা: হাই কোর্টকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য, সোমে শুনানি!

সম্প্রতি কলকাতা হাই কোর্ট ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র বাতিল ঘোষণা করে।
Published By: Tiyasha SarkarPosted: 10:00 PM Aug 04, 2024Updated: 10:02 PM Aug 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশে বাতিল হয়েছিল কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল রাজ্য। আগামিকাল অর্থাৎ সোমবার সেই মামলার শুনানি। শুনানি করবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।

Advertisement

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র বৈধ। তবে ২০১০ পরবর্তী অর্থাৎ ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। তার ফলে বাতিল হয়ে যায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র। কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা এই রায় ঘোষণা করেন। এর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলে চলেছেন তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনও হতে পারে? তাহলে সংবিধান ভেঙে দিতে হয়। আজ শুনলাম কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে। যদিও তার রায় আমি মানি না। যেমন ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিল। আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনই বলছে আজকে। যে-ই রায় দিয়ে থাকুন। বিজেপির রায় এটা। আমরা মানি না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে।"

[আরও পড়ুন: পরিত্যক্ত কালভার্টের নিচে উদ্ধার প্রচুর তাজা বোমা, চাঞ্চল্য সিউড়িতে]

হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো হাই কোর্টেক রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় রাজ্য। সোমবার রাজ্যের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট।

[আরও পড়ুন: সাতসকালে নর্দমা থেকে উদ্ধার মহিলার দেহ, চাঞ্চল্য হাওড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা হাই কোর্টের নির্দেশে বাতিল হয়েছিল কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র।
  • সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল রাজ্য। আগামিকাল অর্থাৎ সোমবার সেই মামলার শুনানি।
  • শুনানি করবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।
Advertisement