shono
Advertisement

বহাল হাই কোর্টের নির্দেশ, ইদগাহ মসজিদে সার্ভেতে সায় সুপ্রিম কোর্টেরও

বৃহস্পতিবারই এলাহাবাদ হাই কোর্ট সার্ভের আর্জিতে সম্মতি দিয়েছিল।
Posted: 02:39 PM Dec 15, 2023Updated: 02:41 PM Dec 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরার শাহী ইদগাহ মসজিদ সংলগ্ন অঞ্চলে সার্ভের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার আর্জিকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, এই মামলায় হাই কোর্টের নির্দেশই বহাল থাকবে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই এলাহাবাদ হাই কোর্ট সার্ভের আর্জিতে সায় দিয়েছিল।

Advertisement

উল্লেখ্য, হিন্দুদের বিশ্বাস, ওই জায়গাটি শ্রীকৃষ্ণের জন্মস্থান। সেই মন্দির চত্বরেই রয়েছে শাহি ঈদগাহ মসজিদ। ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব। ১৯৩৫ সালে ওই মন্দির চত্বরের মালিকানা মথুরার রাজার হাতে সঁপে দেয় এলাহাবাদ হাই কোর্ট। পর্যায়ক্রমে সেই সত্ব বর্তায় বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ শ্রী কৃষ্ণভূমি ট্রাস্টের হাতে। ফলে স্বাভাবিকভাবেই দুই ধর্মের মানুষের মধ্যে তৈরি হয় সংঘাত। এই নিয়ে বহুদিন ধরেই বিতর্ক ঘনিয়েছিল। হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুসেনার তরফে বিষ্ণু গুপ্ত নামের এক ব্যক্তি গত বছর নিম্ন আদালতের দ্বারস্থ হন। যার বিরোধিতা করে হাই কোর্টে যায় মুসলিম পক্ষ।

[আরও পড়ুন: যৌন হেনস্তার শিকার খোদ বিচারক! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি]

অবশেষে আদালত সম্মতি দিয়েছে ওই অঞ্চল সার্ভের পক্ষে। আগামী সোমবার সার্ভের প্যানেল গঠন করবে উচ্চ আদালত। এর পরই অনুমান করা হয়েছিল, মুসলিম পক্ষ হয়তো শীর্ষ আদালতের দ্বারস্থ হবে। শেষপর্যন্ত তাই হল। তবে সুপ্রিম কোর্ট বজায় রাখল উচ্চ আদালতের রায়।

[আরও পড়ুন: এখনই স্বস্তি নয়, সুপ্রিম কোর্টে মহুয়ার মামলার শুনানি সেই জানুয়ারিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement