shono
Advertisement

ভুয়ো এনকাউন্টার মামলায় বাঁচিয়েছিলেন শাহকে, সেই আইনজীবীই রাহুল-মামলার বিচারক

বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস।
Posted: 11:36 AM Apr 14, 2023Updated: 11:36 AM Apr 14, 2023

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: সাংসদ পদ কি ফিরবে রাহুল গান্ধীর? নাকি ওয়েনাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন? ২০ এপ্রিল মিলবে এই প্রশ্নের উত্তর। তার আগেই অবশ্য মামলার বিচারককে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

এই মামলার বিচারক আর পি মোগেরার অতীত সামনে আসতেই তৈরি হয়েছে জল্পনা। কারণ, ২০০৬ সালের তুলসীরাম প্রজাপতি ভুয়ো সংঘর্ষ মামলায় গুজরাটের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) আইনজীবী ছিলেন তিনি। ওই মামলা গোটা দেশের নজর কেড়ে নিয়েছিল। ২০১৪ পর্যন্ত তিনি শাহর হয়ে আদালতে সওয়াল করেন। সে সময় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতে শুনানি চলছিল। পরে ২০১৮-র জানুয়ারিতে তিনি বিচারক হিসাবে নিযুক্ত হন। এক সংবাদপত্রের দাবি, শাহকে সশরীর হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি। কিন্তু তার পক্ষে কারণ না দর্শানোয় আদালত তাঁকে তিরস্কার করেছিল। রাহুলের শাস্তির ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে। তাই রায় রাহুলের বিরুদ্ধে গেলে বিচারক মোগেরার বিরুদ্ধে স্বার্থ-সংঘাতের প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, ওই মামলায় চার্জশিটে প্রথমে শাহ-সহ আরও কয়েকজন রাজনীতিক, পুলিশ কর্তাদের নাম ছিল। পরে তাঁদের নাম চূড়ান্ত চার্জশিটে বাদ যায়।

[আরও পড়ুন: SSC Scam: তাপস-কুন্তলের এজেন্ট রাজ্যের এক বিধায়ক? রহস্য উন্মোচনের চেষ্টায় ইডি]

এরই মাঝে অবশ্য বাংলো খালি করার কাজ শুরু করে দিয়েছেন রাহুল। সাংসদ পদ খোয়ানোর পর চিঠি দিয়ে চার সপ্তাহের মধ্যে রাহুলকে (Rahul Gandhi) বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এরপরও বাংলো খালি করতে অতিরিক্ত সময় পেতে পারেন কংগ্রেস নেতা। যদিও দলীয় সূত্রের খবর, তা করবেন না রাহুল। ২০ এপ্রিল তাঁর শাস্তি মকুব হয়ে গেলেও রাতারাতি সাংসদ পদ বহাল করা হবে না, এমনটাই মনে করছে কংগ্রেস। তাই বাংলো খালি করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। প্রথমে শোনা যাচ্ছিল, মা সোনিয়া গান্ধীর বাড়িতেই উঠবেন তিনি। তবে কংগ্রেসের একটি মহলের দাবি, লুটিয়েন্স দিল্লি এলাকায় বোন প্রিয়াঙ্কাকে নিয়ে তিনটি বাংলো দেখেছেন রাহুল। তার মধ্যে কোনও একটিতেও উঠতে পারেন তিনি।

প্রসঙ্গত, মোদি পদবি নিয়ে ২০১৯ সালে কর্ণাটকের এক জনসভায় রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে সুরাটের নিম্ন আদালতে মানহানির মামলা করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। যার জেরে ২৩ মার্চ ওয়েনাডের সাংসদকে দু’বছরের কারাদণ্ড দিয়ে ৩০ দিনের শর্তসাপেক্ষ জামিন দেয় আদালত। ফলস্বরূপ জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী সাংসদ পদ খোয়াতে হয় রাহুলকে। এরপর ৩ এপ্রিল সুরাতের দায়রা আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন রাহুল। গতকাল, বৃহস্পতিবার বিচারক রবিন পল মোগেরার এজলাসে ছিল মামলার শুনানি। যেখানে বিভিন্ন পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, আগামী বৃহস্পতিবার রায়দান করা হবে।

[আরও পড়ুন: প্রতিবেশীদের ঝগড়ার মর্মান্তিক পরিণতি, চপার দিয়ে কুপিয়ে খুন শিশু, উত্তাল নিউটাউন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement