সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ৷ কারণ, জন্মদিনের পাশাপাশি দেশনায়কের মৃত্যুদিনও উল্লেখ করেছেন শীর্ষ দুই কংগ্রেস নেতা৷ এবার একই পথে হাঁটলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু৷ সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে গিয়ে একইভাবে জন্মদিনের পাশাপাশি মৃত্যুদিন উল্লেখ করলেন তিনিও৷ বোঝাতে চাইলেন, ১৯৪৫-এর ১৮ আগস্ট বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে সুভাষচন্দ্র বসুর৷ ঘটনার সাত দশক পরেও যার কোনও পোক্ত প্রমাণ পাওয়া যায়নি৷ ফলে এখনও নেতাজির মৃত্যু নিয়ে দেশবাসী তথা বিশ্ববাসীর মনে রয়েছে প্রবল রহস্য৷ কিন্তু এক টুইটের সাহায্যে সেই রহস্যে ইতি টানার চেষ্টা করলেন এই বিজেপি নেতা৷ যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে বিতর্ক৷
[শিশুমনে প্রভাব পড়ছে, PUBG-র উপর নিষেধাজ্ঞা গুজরাটে ]
১৮ আগস্ট ১৯৪৫ সালে তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। উইকিপিডিয়াতেও একই তথ্য রয়েছে৷ কিন্তু, তাঁর স্বপক্ষে এখনও কোনও প্রমাণ বিশেষজ্ঞরা পেশ করতে পারেননি। অনেকেই মনে করেন সেদিনের বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যাননি। কথিত রয়েছে, এই ঘটনার পরেও নাকি বিশ্বের বিভিন্ন দেশে নেতাজিকে দেখা গিয়েছে৷ ‘গুমনামি বাবা’ নামে একজনের সঙ্গে নেতাজিকে গুলিয়ে প্রচলিত রয়েছে অনেক গল্প৷
[বাড়িতে বিদ্যুতের বিল এল ২৩ কোটি টাকার! মাথায় হাত গৃহস্থের]
অনেকের দাবি, কংগ্রেস শুরু থেকেই বিশ্বাস করে যে, ওই বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে নেতাজির। ১৯৪৬ সালে খোদ বল্লভভাই প্যাটেলও একথা জানিয়েছিলেন। মোরারজি দেশাই প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীনও এই একই বয়ান দিয়েছিলেন। কিন্তু নেতাজির মৃত্যু রহস্যের এখনও সমাধান হয়নি। এ নিয়ে তৈরি হয়েছে কমিশনও। কিন্তু বাস্তবিকক্ষেত্রে এখনও দেশনায়কের মৃত্যুর কোনও ঘোষিত তারিখ নেই। তাহলে, কীভাবে এহেন বিতর্কিত টুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু? তবে কি কংগ্রেসের মতোই তিনিও একই মত পোষণ করেন? সেই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন৷
The post রাহুলের পর সুরেশ প্রভু, টুইটে নেতাজির মৃত্যুদিন লিখে বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী appeared first on Sangbad Pratidin.