shono
Advertisement

Breaking News

আরশোলার দাপাদাপিতে অস্ত্রোপচার থমকে গেল পুর হাসপাতালে

কবে ফিরবে এই সরকারি হাসপাতালগুলির হাল? The post আরশোলার দাপাদাপিতে অস্ত্রোপচার থমকে গেল পুর হাসপাতালে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:59 PM Jan 10, 2017Updated: 06:29 PM Jan 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৫ বছরের রোগীর অস্ত্রোপচার করছিলেন ডাক্তার সঞ্জয় বরনওয়াল৷ নাম করা অর্থোপেডিক সার্জন তিনি৷ তাও প্রায়ই আসেন থানে মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে থাকা ছত্রপতি শিবাজি মহারাজ হাসপাতালে৷ যাতে দরিদ্র-দুঃস্থ মানুষগুলিও ভাল চিকিৎসা পেতে পারেন৷ কিন্তু এই অস্ত্রোপচার করতে গিয়ে হঠাৎ থমকে গেলেন৷ কারণ তাঁর চোখ পড়ল অপারেশন থিয়েটারে অবাধে ঘুরে বেড়ানো আরশোলাটির দিকে৷

Advertisement

নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না সঞ্জয়বাবু৷ হাসপাতাল নোংরা থাকে৷ এই অভিযোগ তিনি আগে বহুবার করেছেন কর্তৃপক্ষকে৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ যেখানে-সেখানে জঞ্জাল পড়ে থাকা, নোংরা মাটিতে রোগীদের পড়ে থাকা৷ এই দৃশ্যগুলি এখন গা-সওয়া হতে চলল৷ কিন্তু অপারেশন থিয়েটারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আরশোলাকে ঘুরে বেড়াতে দেখে চমকে ওঠেন তিনি৷ অস্ত্রোপচার থামিয়ে মোবাইল হাতে আগে তুললেন ছবি৷ যাতে এই দৃশ্য দেখানো যায় বধির হাসপাতাল কর্তৃপক্ষকে৷ সরকারি হাসপাতালে দুর্দশার ঘটনা নতুন কিছু নয়৷ সারা দেশেই প্রায় একই হাল অভিমত অনেকেরই৷

 

আরও পড়ুন –

(ইমাম বরকতিকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটদুনিয়া)

(কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি)

The post আরশোলার দাপাদাপিতে অস্ত্রোপচার থমকে গেল পুর হাসপাতালে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement